One Year Old Bites Cobra to Death: শিশুর কামড়ে সাপের মৃত্যু। না, না ভুল লেখা নয়। ঠিকই পড়েছেন। বিহারের (Bihar) বেতিয়া (Bettiah)-য় এক বছরের একটি শিশু পুত্রের কামড়ে মারা গেল একটি বিষধর কেউটে (Cobra)। কেউটকে এক কামড়ে মেরে ফেলার পর শিশুটি জ্ঞান হারায়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশুটিকে। সেখানে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে খবর। ঘটনাটি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সেখানকার বিধায়ক শিশুটির খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন।
শিশুটির হাতে উঠে পড়েছিল কেউটেটি
সংবাদমাধ্যমে প্রকাশ, বিহারের বেতিয়ায় এক বছরের শিশুর কামড়ে মারা গেল বিষধর কেউটে সাপ। গোবিন্দ নামের একটি শিশু তার বাড়ির কাছে একটা জায়গায় বসে খেলছিল। সেই সময় একটি কেউটে শিশুটির হাতে উঠে যায়। ভয় পেয়ে সে কেউটাকে কামড়ে দেয়। শিশুর এক কামড়েই কেউটে সাপটি প্রাণ হারায়।
দেখুন খবরটি
A one-year-old child in Bihar's Bettiah bit a cobra to death and was later hospitalised after falling unconscious. The incident occurred while the child, Govinda, was playing near his home. A cobra came close to him and reportedly entered his hands. In response, the child bit the… pic.twitter.com/2PjFmcdJKU
— IndiaToday (@IndiaToday) July 26, 2025
সুস্থ হয়ে উঠে শিশুটি কেউটেটিকে দেখতে চায়
শিশুটিকে অচৈন্য অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর সুস্থ হয়ে ওঠে। শিশুটির ঠাকুমা জানায়, কেউটেটার প্রতি বিরক্ত হয়েই ও কামড় দিয়েছে বলে ইঙ্গিতে বুঝিয়েছে। সেরে উঠে ও সবার আগে কেউটাকে দেখতে চেয়েছে বলেও জানা গিয়েছে।