কংগ্রেস নেতা সুভাষ চোপড়া ও সুরেন্দ্র কুমার (Picture Credits: ANI)

দিল্লি, ২ ডিসেম্বর: রবিবার কংগ্রেসের তরফে দিল্লিতে (Delhi) আয়োজন করা হয়েছিল একটি মিছিলের। মিছিলের পর রাখা হয়েছিল সভা (Rally)। সভায় একের পর এক কংগ্রেস নেতারা বক্তৃতা দিচ্ছিলেন। মিছিল শেষে ঘটল বিপত্তি।

কংগ্রেস নেতা (Congress Leader) সুরেন্দ্র কুমার (Surendra Kumar) মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মুখ ফসকে স্লোগান দিয়ে ফেলেন 'প্রিয়াঙ্কা চোপড়া জিন্দাবাদ' (Priyanka Chopra Zindabad)। মঞ্চে তখন উপস্থিত ছিলেন দিল্লি কংগ্রেসের প্রধান সুভাষ চোপড়া। রীতিমতো অপ্রস্তুতে পড়ে যান তিনি। আরও পড়ুন,  টানা দু' মাস সমুদ্রে সাঁতরে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরল হারিয়ে যাওয়া ৩ গরু

সুরেন্দ্র কুমার মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন, ‘সোনিয়া গান্ধী জিন্দাবাদ, কংগ্রেস পার্টি জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, প্রিয়ঙ্কা চোপড়া জিন্দাবাদ।’ আচমকা ওই স্লোগান ওঠায় অস্বস্তিতে পড়ে যান সুভাষ চোপড়া (Subhash Chopra)।

এই ভিডিয়ো ANI প্রকাশ করতেই সংবাদমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে পরে। হাসাহাসি হয় ওই নেতাকে নিয়ে। কেউ কেউ মন্তব্য করেন, ভাগ্যিস রাহুল গান্ধী ওই মিছিলে ছিলেন না। এমনও হতে পারত কংগ্রেস নেতারা স্লোগান দিতেন রাহুল বাজাজ জিন্দাবাদ। পাশাপাশি কেউ কেউ আবার প্রশ্ন করেন, কবে কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া?