নর্থ ক্যালিফোর্নিয়া, ২৪ নভেম্বর: জীবনের সঙ্গে যুদ্ধ করে, সাঁতরে (Swim), ভেসে কোনোমতে নিজের জীবন বাঁচাল ৩ টি গরু (Three Cows)। হারিকেন ডোরিয়ান (Hurricane Dorian) ঝড়ের প্রকোপে পড়ে সমুদ্রের জলে ভেসে গেছিল একপাল গরু। ঘটনাটি ঘটেছিল গত ৬ সেপ্টেম্বর, নর্থ ক্যালিফোর্নিয়ার (North California) সিডার আইল্যান্ডে (Cedar Island)। হারিকেন ডোরিয়ান এসে আছড়ে পড়েছিল এই আইল্যান্ডে। আশেপাশের অনেক পশু সহ এই গরুগুলিও সমুদ্রের জলে ভেসে গেছিল। তবে মাত্র ৩ টি গরুই কোনোমতে প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে পারে।
টানা দু' মাস সমুদ্রে যুদ্ধ করে প্রাণ বাঁচানোর ঘটনা মুগ্ধ করেছে এলাকার বাসিন্দাদের। তিনটি গরুর একটি ডাকনামও হয়েছে 'সি কাউস' (Sea Cows) অর্থাৎ সমুদ্র গরু। এখন এই ৩ টি গরুকে সবাই 'সি কাউস' নামেই চেনে। সমুদ্রে প্রায় ৫ মাইল সাঁতরে তারা আরেকটি দ্বীপে পৌঁছে যায়। সেই দ্বীপে ন্যাশনাল সিশোর পার্কের পাড়ে গিয়ে পৌঁছয়। মাসখানেক আগেই তারা সেখানে পৌঁছয়। সেখানে কয়েক সপ্তাহ কাটিয়ে নিজেদের দ্বীপে ফিরে যায় তারা। আরও পড়ুন, মস্তিষ্কে কিলবিল করছে ৭০০ ফিতাকৃমি! আধসিদ্ধ হটপট পর্ক খেয়েই টিনিয়াসিসে আক্রান্ত চিনা ব্যক্তি
নর্থ ক্যালিফোর্নিয়ার দৈনিক সংবাদপত্র 'দ্য শার্লট অবজার্ভার'এর খবর অনুযায়ী, সেখানে ২০ টি গরু ছিল। যাদের মধ্যে তিনটিই বেঁচে ফিরেছে। ন্যাশনাল সিশোর পার্কের (National Seashore Park) ফেসবুক থেকে জানানো হয়, গরু তিনটি সিডার আইল্যান্ডে পৌঁছানোর পর তাদের আর আটকে রাখা যায়নি। নিজের জায়গার মাটিতে এতদিন পরে ফায়ার আনন্দে আত্মহারা হয়ে ছুটতে থাকে তারা। সিশোর পার্কের সুপারইনটেনডেন্ট জানান, গরুগুলি নিজের জায়গায় ফিরে যেতে পেরেছে বলে আমরা খুব খুশি হয়েছি। আশা করি ওরাও খুব খুশি হয়েছে। ঘটনাটি খবরে আসতেই গরুগুলির বেঁচে থাকার উদ্যমতা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ জনতা।