Love Triangle Video (Photo Credit: X/Screengrab)

পাটনা, ২৯ মে: কথায় বলে 'এক ফুল দো মালি'। এবার এমনই একটি ঘটনা ঘটে গেল বিহারে (Bihar)। যা দেখলে চোখ কপালে উঠবে আপনার। পাটনার (Patna) জে পি গঙ্গা পাঠ থেকে গত ১০ দিন আগে একটি ভিডিয়ো ভাইরাল হয়। যেখানে প্রেমিকার সঙ্গে বাইক নিয়ে বেরোন এক যুবক এবং তাঁর বন্ধু। গঙ্গার (Ganga) উপর যে সেতু রয়েছে, সেখান বাইক দাঁড় করিয়ে ৩ জন গল্প করছিলেন। হঠাৎ করেই সেতুর উপর এসে হাজির হন প্রেমিকার প্রাক্তন প্রেমিক। প্রাক্তনকে দেখে চিৎকার শুরু করেন ওই তরুণী।

শুধু তাই নয়, গতরাতে ওই তরুণী তাঁর সঙ্গে কথা বলেছেন বলে দাবি করেন। যা শুনে ওই তরুণী এবং তাঁর বর্তমান প্রেমিক ক্ষেপে যান। প্রমাণ দেখান বলে দাবি করেন।  প্রমাণের কথা শুনে পকেট থেকে মোবাইল বের করেও থামতে দেখা যায় ওই যুবককে। তর্ক বিতর্ক যখন মাত্রা ছাড়া পর্যায় পৌঁছে যায়, সেই সময় হঠাৎ বন্দুক বের করেন প্রেমিকার প্রাক্তন প্রেমিক।

বন্দুক বের করে প্রেমিকার প্রাক্তন যখন ভয় দেখাতে শুরু করেন, সেই সময় প্রত্যেকে তা পকেটে ঢোকাতে বলেন। সবার কথা সুনে এবং তরুণীর চেঁচামেচি শুনে তিনি পিছিয়ে যান।বন্দুক নিজের পকেটে রাখেন পালটা।

দেখুন সেই ত্রিকোণ প্রেমের ভিডিয়ো...

 

এরপরই ওই তরুণীকে আরও চিৎকার করতে শোনা যায়। তাঁর ক্ষমতা আছে নাকি বলে প্রশ্ন করেন তিনি। প্রেমিকা বলতে শুরু করেন, তাঁর প্রাক্তনের ক্ষমতা ছিল না, তাঁকে ধরে রাখার। তাই তিনি পুরনো সম্পর্ক রেখে বেরিয়ে গিয়েছেন।  এরপর আর তরুণীর প্রাক্তনকে কথা বাড়াতে দেখা যায়নি। তিনি সেখান থেকে চুপচাপ চলে যান।

পাটনার ওই ত্রিকোণ প্রেমের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral Video) হয়ে যায়। সেই সঙ্গে বিষয়টি নিয়ে শুরু হয়ে যায় জোর চর্চাও।