Horse Shahbaz Valued at INR 15 Crore. (Photo Credits:X@ANI)

Pushkar Fair 2025: এবারের পুষ্কর পশুমেলায় সবার নজর টেনেছে চণ্ডিগড়ের এক ঘোড়া। আগামী ৩০ অক্টোবর, বৃহস্পতিবার থেকে রাজস্থানের আজমের জেলার পুষ্করে শুরু হতে চলেছে এবারের পশুমেলা। পুষ্করে উট ও গবাদি পশুমেলায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশুদের নিয়ে আসতে শুরু করেছেন মালিকরা। রাজস্থানের এই মেলাটিতে উট নিয়ে বেশি আগ্রহ থাকলেও, গবাদি পশু সহ অনেকে ভালমানের ঘোড়াও কিনতে আসেন। মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে অনেকেই তাদের পশুর নূন্যতম দর হাঁকিয়ে বসে পড়েছেন তাদের মালিকরা। আর সপ্তাহখানেক ধরে চলা এই পুষ্কর মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার দিন চারেক আগে চণ্ডিগড় থেকে আসা একটি ঘোড়ার দর উঠল ১৫ কোটি টাকা।

কী জানালেন ঘোড়াটির মালিক

চড়া দাম থাকা ঘোড়াটির নগ্যারি গিল মালিক জানালে, “শাহবাজ নামের আড়াই বছর বয়সি এই ঘোড়াটি ইতিমধ্যেই একাধিক শো-তে পুরস্কার জিতেছে এবং এটি এক মর্যাদাপূর্ণ বংশের ঘোড়া। এর কভারিং ফি ২ লক্ষ টাকা, আর নূন্যতম বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে ১৫ কোটি টাকা। ইতিমধ্যেই শাহবাজকে কেনার জন্য ৯ কোটি টাকা পর্যন্ত প্রস্তাব পেয়েছে। তবে অন্তত ১৫ কোটি টাকা না পেলে ঘোড়াটিকে বিক্রি করার প্রশ্নই নেই।"

পুষ্কর মেলায় নজর কাড়ছে ১৫ কোটি টাকার এই ঘোড়া

৯ কোটি টাকায় কিনতে চেয়ে ইতিমধ্যেই প্রস্তাব এসেছে

মালিকের দাবি, তার এই আড়াই বছরের ঘোড়া কিন্তু সাধারণ কোনও ঘোড়া নয়। এই ঘোড়া অনেক উঁচুতে লাফাতে পারে, রেকর্ড দৌড়তে পারে, সঙ্গে আরও অনেক কিছু করতে পারে, যা সাধারণ ঘোড়া ভাবতেও পারবে না।