Photo Credits: ANI

গুরদাসপুর: দিল্লি-কাটরা জাতীয় সড়ক (Delhi-Katra national highway) সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ (land acquisition) চলছে পাঞ্জাবের (Punjab) গুরদাসপুরে (Gurdaspur)। আর এই বিষয় নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার কৃষকদের একাংশ। বুধবার এই নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের তুমুল গণ্ডগোলও হয়। সেই সময় বিক্ষোভকারী এক বৃদ্ধাকে (elderly woman protester) সজোরে চড় (slapping) মারতে দেখা যায় একজন পুলিশকর্মীকে। যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল (viral) হয়ে গেছে। আর তারপরই নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। যদিও পুলিশের দাবি আত্মরক্ষা করতে গিয়েই ওই বৃদ্ধাকে চড় মারতে বাধ্য হয়েছেন ওই পুলিশকর্মী।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে বাটালার পুলিশ সুপার গুরুপ্রীত সিং বলেন, "গতকাল কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই বিক্ষোভের সময় কয়েকজন দুষ্কৃতী পুলিশ কর্মীদের আঘাত করার চেষ্টা করে। তাদের নিয়ন্ত্রণ করতে গিয়ে কিছু পুলিশকর্মী জখমও হন। ওই মুহূর্তের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে একজন মহিলাকে দেখা যাচ্ছে এক পুলিশকর্মীকে চড় মারার চেষ্টা করতে। সেই সময় নিজেকে বাঁচাতেই ওই বৃদ্ধাকে চড় মারেন পুলিশকর্মী। তবে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় তদন্তও শুরু হয়েছে। আমি বিক্ষোভরত সমস্ত কৃষকদের কাছে অনুরোধ করব আইন নিজেদের হাতে তুলে নেবেন না। শান্তিপূর্ণভাবে নিজেদের দাবির স্বপক্ষে আন্দোলন করুন।"