প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লি: পেট্রল পাম্পের এক কর্মীর (petrol pump attendant) কপালে বন্দুক (gunpoint) ধরে ডাকাতি করল বাইকে করা আসা ৬ জন দুষ্কৃতী। বৃহস্পতিবার রাত ১ টার সময় ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির (West Delhi) মুন্ডকা গেভরা মোদ পেট্রল পাম্পে (Mundka Ghevra Mod petrol pump)। পুরো ডাকাতির ঘটনাটি সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায় (CCTV camera) উঠে যায়। যা পরে ভাইরাল হয়েছে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুটো বাইকে করে ৬ জন ব্যক্তি পেট্রল পাম্পে প্রবেশ করে। তাদের দেখে এগিয়ে আসনে পেট্রল পাম্পের এক কর্মী। সেই সময়ই দুষ্কৃতীদের মধ্যে একজন বন্দুক বের করে তাঁর কপালে তাক করে। তারপর বন্দুক দিয়ে মাথাতে আঘাতও করে। কয়েক সেকেন্ড পরে বন্দুকের গুলির একটা আওয়াজও হয়। তারপর ৬ জনকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখা যায়। ইতিমধ্যে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন: Madhya Pradesh Assembly Election 2023: মধ্যপ্রদেশে ভোট, মান্ডলার মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ প্রিয়াঙ্কা গান্ধীর

দেখুন ভিডিয়ো: