বাকসা: দেশের বিভিন্ন প্রান্তে থাকা জাতীয় উদ্যান ও অভয়ারণ্যগুলোতে খোলা থাকা বন্য জানোয়ার দেখতে বছরের নানা সময়েই ভিড় জমান দেশি-বিদেশি পর্যটকরা। এর জন্য বিভিন্ন জায়গায় সাফারিরও ব্যবস্থা রয়েছে। যেখানে জিপ, বাস বা জালে ঢাকা গাড়ি করে পর্যটক ঘুরে দেখেন বন্য জন্তু-জানোয়ারদের (Wild animal)।
কিন্তু, যদি কখনও এমন হয় যে আপনি যে গাড়িতে করে জানোয়ারদের দেখতে গেছেন ঠিক তার পিছনেই তাড়া করে আসছে কোনও বন্য জন্তু! তাহলে কী রকম অনুভূতি হবে? অনেকেই আতঙ্কে শিউরে উঠবেন তাই না? এমন ভয়াবহ ঘটনা ঘটছে অসমের (Assam) বাকসায় (Baksa) অবস্থিত মানস জাতীয় উদ্যানে। যেখানে একটি একশৃঙ্গী গণ্ডারকে (One-horned rhinoceros) তাড়া (chasing) করতে দেখা যাচ্ছে পর্যটকবোঝাই একটি জিপকে (tourist vehicle)। আর প্রাণের দায়ে জোরে জিপ চালাচ্ছেন তার চালক। এই ঘটনার ভিডিয়ো (video) সোশ্যাল মিডিয়াতে (social media) ভাইরাল (viral) হতেই আতঙ্কিত হয়ে পড়েছেন অনেক নেটিজেন। ভিডিয়োর সত্যতা স্বীকার করা হয়েছে অসমের বন দফতরের পক্ষেও (Assam Forest Dept)। আরও পড়ুন: Viral Video: হরিণের মুখে-চোখে জমাট বেঁধে বরফ, সাহায্যে এগিয়ে এলেন হাইকার (দেখুন)
এপ্রসঙ্গে মানস জাতীয় উদ্যানের (Manas National Park) ফরেস্ট রেঞ্জ অফিসার ( Forest Range officer) বাবুল ব্রহ্ম (Babul Brahma) বলেন, "এই ঘটনাটি ঘটেছে ২৯ ডিসেম্বর। তবে এর ফলে কোনও হতাহত (No casualty) হয়নি বা কোনও হতাহত হয়নি।"
#WATCH | Baksa, Assam | One-horned rhinoceros seen chasing tourist vehicle in Manas National Park, video goes viral
"This happened on December 29. No casualty was reported," says Babul Brahma, Forest Range officer, Manas National Park
(Viral visuals confirmed by Forest Dept) pic.twitter.com/WqLJP006x9
— ANI (@ANI) December 30, 2022