ত্রিশূর: মোবাইল ফোন (mobile phone) চার্জে দিয়ে কথা বলার সময় বা গেম খেলার সময় বিস্ফোরণ (explodes) হওয়ার অনেক ঘটনা ঘটেছে। কিন্তু, জামার বুক পকেটে (shirt pocket) থাকা মোবাইলে বিস্ফোরণ হওয়ার কথা মনে হয় খুব কমই শোনা যায়। এবার সেই অদ্ভুত ঘটনাই ঘটল কেরলের (Kerala) ত্রিশূর (Thrissur) জেলায়।
দেখুন ভিডিয়ো:
கேரளாவில், டீக்கடையில் அமர்ந்திருந்த முதியவரின் சட்டை பையில் இருந்த செல்போன் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு #Kerala #PhoneBlast #Fire #Mobile #Video #JayaPlus pic.twitter.com/g4csyW3tvz
— Jaya Plus (@jayapluschannel) May 18, 2023
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কেরলের ত্রিশূর জেলার ৭৬ বছরের এক বৃদ্ধ (Old man) বাড়ির কাছে একটি চায়ের দোকানে চা (Tea) ও সকালের জলখাবার খেতে গেছিলেন। তিনি যখন চায়ের অর্ডার দিয়ে দোকানের একটি চেয়ার বসেছিলেন। আচমকা তাঁর বুক পকেটে থাকা মোবাইলটিতে বিস্ফোরণ হয়। আর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় তাঁর জামার বুক পকেট সংলগ্ন এলাকায়। বৃদ্ধ ব্যক্তিটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে মোবাইলটি বুক পকেটে থেকে বাইরে বের করে ফেলে দেন। ফলে বড় কোনও দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।
76-year-old man in Kerala's Thrissur district escapes unhurt after his mobile phone, kept in his shirt pocket, explodes and spontaneously catches fire: Police. It was third such incident in state in less than a month
— Press Trust of India (@PTI_News) May 18, 2023
এক মাসের মধ্যে এই ধরনের ঘটনা তিন বার ঘটল বলে জানা গেছে প্রশাসন সূত্রে। আরও পড়ুন: Policeman Slapping An Elderly Woman: গুরদাসপুরে বিক্ষোভরত বৃদ্ধাকে চড় মারছেন পুলিশকর্মী, অমানবিকতার ভিডিয়ো