ইসলামাবাদ, ২ নভেম্বর: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) হুমকি দিয়ে সংবাদ শিরোনামে (Headline) উঠে এসেছিলেন পাকিস্তানি পপ গায়িকা রবি পিরজাদা (Rabi Pirzada)। কাশ্মীর (Kashmir) ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) অশালীন ভাষায় আক্রমণ করেছিলেন তিনি। হুমকি দিয়েছিলেন গায়ে আরডিএক্স (RDX) বেঁধে। বলেছিলেন আত্মঘাতী হামলা করে মোদিকে মারতে চান তিনি। এছাড়াও সাপ (Snake) দেখিয়ে সাপের বিষ দিয়ে মোদিকে মেরে ফেলার হুমকিও দেন তিনি। এবার আরও একবার খবরে এলেন তিনি। কিন্তু এবার সম্পূর্ণ অন্য এক বিষয়ে। রাবি পিরজাদার ঘনিষ্ঠ ছবি এবং বেশ কিছু অশালীন ভিডিও টুইটারে পোস্ট করা হয় দিন দুই আগে। টুইটার কর্তৃপক্ষ বৃহস্পতিবার মধ্যরাতে সেই ভিডিও সরিয়ে দিলেও ইতোমধ্যেই এ নিয়ে টুইট-রিটুইটের (Tweet) বন্যা বয়ে গিয়েছে।
জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন রাবি। এর কিছুক্ষণ পরেই মধ্যরাতে তাঁর অশালীন ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে (Social Media)। আর তা ভাইরাল (Viral) হতে সময় লাগেনি। এই নিয়ে অভিযোগের তীর অবশ্য আসিফ গফুরের দিকেই ধেয়ে গিয়েছে। আরও পড়ুন Rabi Peerzada: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আত্মঘাতী হামলার হুমকি পাকিস্তানের গায়িকা রাবি পিরজাদা-র, সাপ-কুমীরের পর এবার রাবি বাঁধলেন টাইম বোম
উল্লেখ্য, রাবির ওই আপত্তিকর পোস্টকে ভালো চোখে দেখেননি তাঁর দেশের মানুষই। এভাবে মোদি বিরোধী পোস্ট করে রাবি আসলে বিশ্ব দরবারে পাকিস্তানের (Pakistan) ভাবমূর্তিতে আঘাত হেনেছেন বলে অভিযোগ এনেছিলেন পাকিস্তানের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।