অবিশ্বাস্য বললেও হয়তো কম বলা হবে। হারদই স্টেশন থেকে আরপিএফ কর্মী যখন মালগাড়ির পিছনের দুটো চাকার মধ্যে থেকে এক ছোট্ট ছেলেকে উদ্ধার করল তা দেখে সবাই তাজ্জব। অজয় নামের ছোট্ট ছেলেটা জানাল সে স্টেশনে দাঁড়ানো সেই মালগাড়ির পিছনের দুটো চাকার মধ্যে উঠে খেলছিল। তারপর ট্রেনটা চলতে শুরু করলে সে আর নামার সুযোগ পায়নি। এইভাবে সে ১০০ কিলোমিটার পথ মালগাড়ির দুটো চাকার মধ্যে চুপচাপ বসে পাড়ি দিয়েছে।

কতটা পথ সে খালি পেটে পেরিয়েছে তা সে নিজেই জানে না। অজয় জানিয়েছে, প্রথমে ভয় লাগলেও পরে তার ভালই লাগছিল। এভাবে সে ট্রেনে কখনও চড়েনি। শেষের দিকে বেশ কষ্ট হয়েছে, আর সে এভাবে ট্রেনে চড়তে চায় না। ছেলেটিকে শিশু কল্যাণ দফরের কর্মীদের কাছে দিয়েছে রেল পুলিশ। তার বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

দেখুন ভিডিয়ো

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)