Box of Condoms in Metro: যত কাণ্ড দিল্লি মেট্রো (Delhi Metro)-য়! যাত্রীদের মধ্যে মারামারি থেকে অতি অন্তরঙ্গ মুহর্তের সফর, কিংবা চলন্ত ট্রেনে অশ্লীল নাচ। দিল্লি মেট্রো নিয়ে নানা সময়ই চমকপ্রদ সব খবর হয়। এবার দিল্লি মেট্রোর আজব কাণ্ডে যোগ হল কন্ডোমের বাক্স রহস্য। দিল্লির ব্যস্ত মেট্রোর ভিড়ের মধ্যেই ঘটল এক বিচিত্র ঘটনা। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন রাজধানীর এই আন্ডারগ্রাউন্ড ট্রেনে। কিন্তু এক সাধারণ দিনের যাত্রা হঠাৎই ভাইরাল কাহিনিতে পরিণত হয়, যখন এক যাত্রী মেট্রো স্টেশনের এক কোণে দেখতে পান বিশাল একটি বাক্সভর্তি সরকারি ব্র্যান্ডের 'নিরোধ' কন্ডোম! ছবিটি সামাজিক মাধ্যমে রেডিটে শেয়ার হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে, জনপ্রিয় হয়ে ওঠে একটাই প্রশ্ন,"কোন স্টেশন এটা?” রেডিট ইউজার জানান, মেট্রো স্টেশনে উদ্ধার হওয়া তিনটি প্যাকেটই নাকি খোলা ছিল।
কী করে মিলল খোঁজ
দিল্লির ঠিক কোন মেট্রো স্টেশনে ঘটনাটি ঘটেছে তা পরিষ্কার নয়। যাত্রীটি কৌতূহলবশত ছবিটি তুলে পোস্ট করেন রেডিটে, যেখানে দেখা যায় বড়সড় একটি কার্টনে গাদাগাদি করে রাখা শতাধিক কন্ডোমের প্যাকেট। বেশিরভাগই অক্ষত, অর্থাৎ এটি হয়তো ভুলবশত সেখানে রাখা হয়েছে বা কোনো পুরনো জনস্বাস্থ্য কর্মসূচির অবশিষ্ট স্টক।
সোশ্যাল মিডিয়ায় জোর ঠাট্টা
রেডিট পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কেউ মজা করে লেখেন,"মেট্রোর নতুন ভেন্ডিং মেশিন নাকি!" আরেকজন মন্তব্য করেন, "ভেবেছিলাম আতসবাজি, পরে দেখলাম গল্পে টুইস্ট!” অনেকেই সরকারের বিনামূল্যের কন্ডোম বিতরণ প্রকল্প নিয়ে প্রশ্ন তোলেন, এতগুলো প্যাকেট কেমন করে এখানে এল? নিরোধ কন্ডোম ১৯৬০-এর দশক থেকে ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও যৌনরোগ প্রতিরোধের প্রতীক। এমনকি ২০১৪ সালে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনকিছু স্টেশনে কন্ডোম ও স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন বসিয়েছিল। তবে সেই প্রকল্প এখন প্রায় বিলুপ্ত।