Photo Credits: X@ParveenKaswan

নিজের খেয়ালে প্রকাশ্য দিবালোকে রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। আচমকা দেখলে একটি বাঘ (Tiger) জঙ্গল থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার জন্য এগিয়ে আসছে। বিষয়টি দেখতে পেয়ে কিছুটা পেছিয়ে আসেন তিনি। আর বাঘটিও তাঁকে পাত্তা না দিয়ে রাস্তা পেরিয়ে সোজা এগিয়ে যায় সামনের দিকে। আরও পড়ুন: Delhi Bhelpuri Uncle Viral Video: সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দিল্লির ভেলপুরি বিক্রেতা কাকু, দেখুন অভিনব কায়দা মুখোরচক বানানোর ভিডিয়ো

উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কের (Jim Corbett National Park) খুব কাছে ঘটা এই ঘটনার ভিডিয়োটি পোস্ট হতেই ভাইরাল হয়েছে। যা দেখে চমকে উঠছেন নেটিজেনরা। কেউ কেউ আবার ওই ব্যক্তিকে অত্যন্ত ভাগ্যবান বলেও মন্তব্য করেছেন। আরও পড়ুন: General Bipin Rawat Death Anniversary: জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যুবার্ষিকীতে অসাধারণ বালি-শিল্পের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন বালি-শিল্পি সুদর্শন পট্টনায়কের 

দেখুন ভিডিয়ো:

দেখুন ভিডিয়ো: