রায়পুর: বিয়ের প্রস্তাব (Marriage Proposal) প্রত্যাখান (refusal) করেছিল এক নাবালিকা (Minor Girl)। এর জেরে চুলের (Hair) মুঠি ধরে তাকে ধারালো অস্ত্র (Weapon) রাস্তা দিয়ে মারতে মারতে টেনে (Drags) নিয়ে গেল এক ব্যক্তি। পরে এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) রায়পুরের (Raipur) গুধিয়ারি (Gudhiyari) এলাকায়।
রবিবার রায়পুর পুলিশ সূত্রে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যায় গুধিয়ারি এলাকায় মধ্যবয়সী এক ব্যক্তিকে ১৬ বছরের এক নাবালিকার চুলে মুঠি ধরে তাকে ধারালো অস্ত্র দিয়ে মারতে মারতে নিয়ে যেতে দেখা যায়। ওই নাবালিকার শরীরে একাধিক আঘাতের চিহ্নও দেখতে পাওয়া যায়। পরে এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ নামে তদন্তে।
প্রাথমিক তদন্তের পরে নির্যাতিতা ও অভিযুক্তকে শনাক্ত করে গুধিয়ারি পুলিশ স্টেশনে অস্ত্র আইন ও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। জানা যায়, ৪৭ বছরের ওঙ্কার তিওয়ারি ওরফে মনোজের একটি দোকান রয়েছে গুধিয়ারি এলাকায়। সেখানেই কাজ করত ওই নাবালিকা। সম্প্রতি তাকে বিয়ে করার প্রস্তাব দেয় অভিযুক্ত। যা প্রত্যাখান করে নাবালিকা। পরে মেয়েটির মাকেও একই প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয় মনোজ। এরপরই তার দোকানে কাজ করবে না বলে জানিয়ে দেয় নাবালিকা। তাতে ক্ষিপ্ত হয়ে তার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় অভিযুক্ত।
पहले गंडासे से सर फाड़ा, पूरे शरीर पर हमला किया और फिर पूरे रायपुर में लड़की को घसीटते हुए चलता रहा। डेढ़ घंटे तक यह तमाशा चलता रहा और छत्तीसगढ़ पुलिस कुछ ना कर सकी। लड़की की हालत नाज़ुक बनी हुई है। pic.twitter.com/jdUKV5jYuy
— Shobhna Yadav (@ShobhnaYadava) February 19, 2023