COVID 19 Vaccine: কোভিড ভ্যাকসিন নিতেই শরীরে চুম্বকীয় শক্তির উদয়, 'ম্যাগনেট ম্যানের' দাবিতে শোরগোল
ছবি সংগৃহীত

মুম্বই, ১২ জুন: করোনা ভ্যাকসিন (Corona Vaccine)  নেওয়ার পর কারও জ্বর আসছে, আবার কারও শরীরে বাড়ছে ব্যথা। ভ্যাকসিন নেওয়ার পর এক একজনের শরীরে দেখা দিচ্ছে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রয়া। মহারাষ্ট্রের (Maharashtra) নাসিকের এক ব্যক্তি কোভিশিল্ড নেওয়ার পর যে দাবি করলেন, তা দেখে চোখ কপালে উঠল নেট জনতার।

অরবিন্দ সোনার নামে নাসিকের এক ব্যক্তি দাবি করেন, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ নেওয়ার পর তাঁর শরীরে চুম্বকীয় শক্তির (Magnetic Powers) উদয় হয়েছে। অর্থাৎ ধাতব যে কোনও জিনিস তাঁর শরীরের সংস্পর্শে এলে দেখা মিলছে চুম্বকীয় শক্তির। নিজের দাবির প্রমাণ দিতে ওই ব্যক্তি একটি ভিডিয়োও শেয়ার করেন। যেখানে তাঁর শরীরের কাছে হাতা, চামচ বা অন্য ধাতব পদার্থ নিয়ে এলে,তা আটকে যাচ্ছে বলে দেখা যায়।

 

 

View this post on Instagram

 

আরও পড়ুন:  Covid-19: করোনার ডেল্টা ভ্যারিয়েন্টেই মহামারীর দ্বিতীয় ঢেউয়ে আকাশছোঁয়া সংক্রমণ

খবর ছড়াতে নাসিক মিউনিসিপাল কর্পোরেশনের চিকিৎসকরা অরবিন্দ সোনার নামে ওই ব্যক্তির বাড়িতে যান । কী কারণে ওই ব্যক্তির শরীর ধাতব বস্তু দেখলে, চুম্বকের মতো ব্যবহার করছে,তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়। বিষয়টি তদন্ত সাপেক্ষ। সমস্ত বিষয়টি খতিয়ে দেখার পরই সরকারের কাছে এ বিষয়ে রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানানো হয় চিকিৎসকদের (Doctors) তরফে।