কলকাতা: বিরক্তির দুপুরে সবাই যখন পরিত্রাণ পেতে চাইছে তখন জঙ্গলের মধ্যে অন্যতম শত্রু বাঘের (Tiger) সঙ্গে খেলা (playing ) করতে দেখা গেল একটি চিতাবাঘকে (Leopard)।
অলক পুতুল নামে এক টুইটারাট্টির পোস্ট করা ১ মিনিট ৩৪ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে একটি জায়গা বসে ঝিমোচ্ছে একটি বাঘ। আচমকা সজাগ হয়ে দৌড়ে সামনে এগিয়ে আসতে দেখা গেল তাকে। তারপরই দেখা গেল একটি চিতাবাঘের খুনসুটির ফলেই তাকে তাড়া করে গেছিল বাঘটি। তারপর দুজনকে খেলা করতে দেখা যায়।
মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভ (Madhya Pradesh's Panna Tiger Reserve) ফরেস্টের ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (viral) হওয়ার পরেই প্রশংসা মেতে উঠতে দেখা যায় নেটিজেনদের। কেউ কেউ বলছেন, ভিডিয়োটি প্রমাণ করে দুজন শত্রু (Enemies) মনে করলেই বন্ধু (Friend) হতে পারে যদি তারা চায়।
जंगल की कहानियाँ हमेशा सच नहीं होतीं.
वीडियो संभवतः पन्ना टाइगर रिजर्व का है. pic.twitter.com/hSl1sNYW6c
— Alok Putul (@thealokputul) February 19, 2023