Photo Credits: X@priyarajputlive

মৈনপুরী:  যোগী আদিত্যনাথের রাজ্যে ফের ঘটল একটি বড়সড় অনাচারের ঘটনা। এক যুবতীর শরীর খারাপ হওয়ায় পরিবারের লোকেরা তাঁকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মৈনপুরী (Mainpuri) এলাকার একটি হাসপাতালে (hospital) চিকিৎসার জন্য নিয়ে গেছিলেন। সেখানে যাওয়ার পর ওই যুবতীর (Lady) শরীরে ভুল ইঞ্জেকশন (wrong injection) দেয় এক চিকিৎসক (doctor)। এর জেরে নিমেষে শারীরিক অবস্থার আরও অবনতি হয়ে যন্ত্রণায় কাতরাতে থাকেন যুবতীটি। বিষয়টি বুঝতে পেরে ওই হাসপাতালের কিছু অমানবিক কর্মীরা (insensitive hospital staff) যুবতীটিকে তাঁর পরিবারের লোকেদের সঙ্গে হাসপাতাল থেকে বাইরে বের করে দেয় (threw the victim out of the hospital)।

ঘটনাস্থলে তোলা ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালের বাইরে একটি বাইকের (bike) উপর কোনওমতে শুইয়ে রাখা হয়েছে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকা ওই যুবতীকে। তাঁর পরিবারের লোকেরা সকলের কাছে সাহায্য চাইলেও কাউকেই এগিয়ে আসতে দেখা যায়নি। এর ফলে কিছুক্ষণ অসহ্য মরণ যন্ত্রণায় কাতরানোর পর ওই বাইকের উপরেই মৃত্যু হয় যুবতীটির (died in agony)। পরে এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। অবিলম্বে ওই হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের কড়া শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন নেটিজেনরা। আরও পড়ুন: Rahul Gandhi Interacts With Carpenters: দিল্লির কীর্তি নগরে ছুতোর মিস্ত্রিদের সঙ্গে কাজ করছেন রাহুল গান্ধী! দেখুন ছবি

দেখুন ভিডিয়ো: