ভোপাল: কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে অনুষ্ঠানে নাচতে দেখা গিয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। সিন্ধিয়া স্কুলের ১২৫তম প্রতিষ্ঠা দিবসে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী মোদী। এই সময় জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে (Jyotiraditya Scindia) মঞ্চে জমিয়ে নাচতে দেখা যায়। সমাজ কল্যাণের ক্ষেত্রে সিন্ধিয়া পরিবারের যে অবদান রয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত শুক্রবার রাজ্যের সিমরোদ জেলায় একটি উপজাতি সম্মেলনে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। অনুষ্ঠান চলাকালীন মঞ্চ থেকে নেমে এসে ওই উপজাতি (Tribals) সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে যোগ দেন সিন্ধিয়া। সেই সময় তাঁকে নাচতে দেখা যায়। বর্তমানে জ্যোতিরাদিত্য রাজ্যের জেলা সফরে গোয়ালিয়রে এসেছেন।
দেখুন
सिंधिया का डांस कैसे लगा आपको? pic.twitter.com/WoK9zRQa0t
— Milind Khandekar (@milindkhandekar) October 22, 2023