Gianmarco Tamberi. (Photo Credits: X)

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে (Paris Olympics 2024) দেশের পতাকা বহন করার সম্মানের সঙ্গে আর কোনও কিছুরই হয়তো তুলনা চলে না। ইতালি (Italy) র বিশ্বচ্যাম্পিয়ন হাই জাম্পার জিয়ানম্যাক্রো তামবেরি (Gianmarco Tamberi)-র কাছে সেই গৌরবটা চলে আসে প্যারিস অলিম্পিকে। শুক্রবার প্যারিস অলিম্পিকের অভিনব উদ্বোধনী অনুষ্ঠানে সিয়েন নদী (River Seine)-র ওপর দিয়ে বোটে ভেসে দেশের পতাকা বহন করছিলেন ইতালির হাই-জাম্পার জিয়ানম্যাক্রো। কিন্তু পতাকা হাতে বোটে নদীতে ভাসার সময় দলের সহ ক্রীড়াবিদদের সঙ্গে উচ্ছ্বাসের সময় তিনি তাঁর বিয়ের আংটিটে হারিয়ে ফেললেন।

জিয়ানম্যাক্রো বললেন, তিনি তার নিজের চোখে দেখলেন তার আঙুল থেকে খসে পড়ে আংটিটা নদীর জলে ডুবে গেল।

দেখুন খবরটি

ইনস্টাগ্রামে ঠাট্টার সুরে নিজের স্ত্রী-কে উদ্দেশ্য করে ইতালির পতাকাবাহক অ্যাথলিট বললেন, " আমি দু:খিত আমার ভালবাসা। অনেক জলে, ওজনের কারণে বা হয়তো মার্চ পাস্টে অতি উতসাহে আমার চোখের সামনে আঙুল থেকে আংটিটা খুলে বোটের ওপর দিয়ে বাউন্স করে নদীতে পড়ে গেল।" এরপর তিনি জানা, তাঁর স্ত্রীো এরপর তাদের বিয়ের আংটিটা নদীতে ফেলে দেন। এবং আজীবন একসঙ্গে থাকার শপথ নিয়ে ফের নতুন বিয়ের আংটি করাবেন।