Pradeep Negi, Kapil Negi, Sunita Chouhan. (Photo Credits: x)

Two Brothers Married One Woman: একই পাত্রীকে বিয়ে করেছে দুই ভাই। হিমাচল প্রদেশের প্রদীপ নেগি ( Pradeep Negi) ও কপিল নেগি(Kapil Negi) এক সামাজিক অনুষ্ঠানে একই মেয়ে সুনীতা চৌহান (Sunita Chauhan)-কে বিয়ে করল। হিমাচল প্রদেশের হাট্টি সম্প্রদায়ের দুই ভাই একটাই মেয়েকে বিয়ে করার খবর শুনে কপালে হাত দিয়েছিলেন নেটিজেনরা। হিমাচলের সিরমৌর জেলার পাহা শিল্লাই গ্রামে (Shillai village)-সম্প্রতি হয় এমন বিয়ে। ১২ থেকে ১৪ জুলাই, তিনদিন ধরে ধুমধাম করে আয়োজিত হয়েছিল, 'দুই ভাই এক পাত্রী'-র ভাইরাল বিয়ে। হিমাচলের "যোডিদার প্রথা"একদম পুরনো রীতি, যেখানে এক মেয়ে একাধিক ভাইয়ের সঙ্গে বিয়ে করে।

কেমন চলছে দুই স্বামী, এক স্ত্রী-র সংসার

সোশ্যাল মিডিয়ায় চলা তাদের নিয়ে সমালোচনার জবাবে কপিল নেগি জানালেন, তারা এমনটা করতে পেরে গর্বিত। কারণ তারা হাট্টি সম্প্রদায়ের পুরনো ঐতিহ্য ধরে রাখতে পেরে তারা গর্বিত। প্রদীপ নেগি জানালেন, সমালোচনায় কিছু যায় আসে না। আসল হল আমরা তিনজনে, আমাদের পরিবার জানে আমাদের বিবাহিত জীবন বেশ সুখের হতে চলেছে।" বিয়ের পর কে কাকে বেশ সময় দিল, তা নিয়ে দুই ভাই একেবারে ভাবতে রাজি নয়। তাদের কাছে সম্প্রদায়ের ঐতিহ্য রক্ষা বড় কথা।

দেখুন সেই বিয়ের ভিডিও

কেন এমন প্রথা

'দুই ভাই এক পাত্রী'-র প্রথাটা হাট্টি সম্প্রদায়ে চালু আছে, জমি ভাগাভাগি হওয়া রোধ করার জন্য, কারণ ওই এলাকার কৃষকদের জন্য জমি খুব জরুরি। হিমাচল রাজস্ব আইনে এই প্রথার স্বীকৃতি আছে, তবে সেটি জমি সংরক্ষণের জন্য। এই বিয়েতে গ্রামের শখানেক পরিবার আমন্ত্রিত ছিলেন। তারা কোনওরকম আপত্তিজনক কিছু পাচ্ছেন না এই বিয়েতে।

বিয়ে নিয়ে কী বলছেন দুই ভাই

তার ভাই ও তার একই মেয়েকে বিয়ে করা নিয়ে জল শক্তি দফতরে কর্মরত প্রদীপ নেগি বলেন, "এই প্রথা আমাদের গর্বের বিষয়, শুধু আমাদের গ্রামেই নয়। এই রীতি উত্তরাখণ্ডের জাউনসর-বাওয়ার এলাকাতেও আছে।।"বিদেশে কাজ করা কপিল নেগি বললেন, "এটা সবাই মিলে সম্মতিতে নেওয়া সিদ্ধান্ত, কাউকে জোর করে কিছু করা হয়নি। আমরা তিনজন তো বটেই, আমাদের দুই পরিবারের সবাই বিষয়টি খুশিভাবেই গ্রহণ করেছে। কপিল জানায়, "পুরো পরিবারই এই বিয়েকে সমর্থন করেছে, গ্রামও অংশ নিয়েছে।" দুই ভাইয়ের মুখে এক কথা, সাংস্কৃতিক রক্ষা চাই!" দুজনেই নেটিজেনদের কাছে আবেদন জানিয়ে বললেন, "আমাদের প্রথার প্রতি সম্মান রাখুন, নেতিবাচক মন্তব্য দয়া করে করবেন না। আমাদের জীবনযাত্রাকে বিচার করবেন না, আমরা সুখে আছি আর একসঙ্গে থাকতে চাই।"