জলজিরা এবং ওরিও বিস্কিট দিয়ে পরিবেশন করা হচ্ছে ওমলেট (Omelette)। সেই সঙ্গে রয়েছে পাউরুটি। অর্থাৎ ডিম পাউরুটির সঙ্গে জলজিরা এবং ওরিও মিশিয়ে এক অদ্ভুদ খাবার পরিবেশন করা হচ্ছে আপনার সামনে। এমনই একটি অদ্ভুদ খাবার আপনি পেয়ে যাবেন শহর কলকাতার (Kolkata) রাস্তায়। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ছড়িয়ে পড়ে। 'ফিউশন ফুডের' নাম করে কলকাতার রাস্তায় যেভাবে জলজিরা দিয়ে ওমলেট বানিয়ে, তা পাউরুটি এবং ওরিও বিস্কিটের সঙ্গে পরিবেশন করা হচ্ছে, তা দেখে অবাক হয়ে যান অনেকেই। একটি ফুড ব্লগের তরফে এমন একটি ভিডিয়ো শেয়ার করা হতেই, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়।
ওই ভিডিয়োতে দেখা যায়, কলকাতার রাস্তার পাশের একটি দোকান বড় প্যান নিয়ে সেখান প্রথমে জলজিরা ঢেলে দেন। এরপর ডিম ভেঙে তার সঙ্গে মশলা মিশিয়ে তা প্যানে ঢালেন। এরপর পাউরুটি দিয়ে, সেই ডিম এপাশ ওপাশ করে নামিয়ে, তার উপর ওরিও বিস্কিট গুড়ে করে দেন। সেই সঙ্গে কাঁতচা লঙ্কা, পেয়াজ, টোম্যাটো সবকিছু উপর দিয়ে ছড়িয়ে দেন।
আরও পড়ুন: Sri Lanka: মালদ্বীপ থেকে ফের পালালেন গোতবয়া, সৌদির বিমান ধরে সিঙ্গাপুরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
কলকাতার রাস্তায় ওই অদ্ভুদ খাবারের দর্শন পেতেই, সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় মুহূর্তে।