ফুচকা (Phucka), পানিপুরী বা গোলগাপ্পা, যে নামেই ডাকুন না কেন, ভারতবর্ষের অন্যতম মুখরোচক খাবার এটি৷ দেশের কোথাও আলু, মটরের পুর দিয়ে, তেঁতুল জলে ডুবিয়ে খাওয়া হয় ফুচকা৷ আবার কোথাও ঘুঘনি দিয়ে পুদিনা পাতার জলের মধ্যে ডুবিয়ে খাওয়া হয় পানিপুরী৷ কিংবা চাটনি দিয়ে খাওয়া হয় গোলগাপ্পা৷ গোটা দেশ জুড়ে সমান জনপ্রিয় এই খাবার৷ এবার এই ফুচকার জলের সঙ্গে যা মেশানো হল, তা দেখলে অবাক হয়ে যাবেন৷
সম্প্রতি মামুন খান নামে এক ব্যক্তি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন৷ গুয়াহাটিতে (Guwahati) শ্যুট করা ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তার পাশের এক ফুচকা বিক্রেতা ফুচকার টক জলের (Paanipuri Water) মধ্য়ে মিশিয়ে দিচ্ছেন প্রস্রাব (Urine)৷ একবার নয়, বেশ কয়েকবার তাঁকে ওই কাজ করতে দেখা যায়৷
আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তান থেকে ভারতীয়দের উদ্ধার করছে 'দেবী শক্তি', জানাল বিদেশমন্ত্রক
দেখুন ভিডিয়ো...
Shocking!A street vendor(pani puri saller) has been arrestd in Guwahati after viral a sensational video in which he mixed his urine with water and using the same Water in Pani Puri.#ViralVideo #Guwahati @ABPNews @ANI @the_viralvideos @ViralPosts5 @indiatvnews @TheQuint @SkyNews pic.twitter.com/ncekjhMeh1
— Mamun Khan (@Mk817Khan) August 20, 2021
মামুন খান নিজের সোশ্যাল হ্যান্ডেলে ওই ভিডিয়ো শেয়ার করতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়৷ পাশাপাশি তাঁর ওই ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হতেই, পুলিশ ওই ফুচকা বিক্রেতাকে গ্রেফতার করে৷