দুবাই, ৫ এপ্রিল : নগ্ন (Strip) হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি তোলার অভিযোগে গ্রেপ্তার করা হল কমপক্ষে ১২ জন মহিলাকে। দুবাইয়ের (Dubai) একটি ঘটনায় জোর শোরগোল শুরু হয়েছে।
সূত্রের খবর, শনিবার মারিনা নেবারহুড নামে দুবাইয়ের একটি বিলাসবহুল এলাকায় অদ্ভূদ ছবি চোখে পড়ে মানুষের। যেখানে একটি বিলাসবহুল বহুতলের ব্যালকনিতে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় বেশ কয়েকজন মহিলাকে। সংশ্লিষ্ট মহিলাদের (Womens) ওই কীর্তি চোখে পড়ার পরই তা ক্যামেরাবন্দি করেন বেশ কয়েকজন।
আরও পড়ুন : Floods, landslides in Indonesia : ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিপর্যয়, মৃত ৭০, নিখোঁজ বহু
ইন্টারনেট জুড়ে সেই ভিডিয়ো (Video) ছড়িয়ে পড়লে, তা ভাইরাল হয়ে যায় হু হু করে। এরপর পুলিস (Police) গিয়ে গ্রেপ্তার করে বেশ কয়েকজনকে। জানা যায়, জনপ্রিয়তা পাওয়ার লোভেই ব্যালকনিতে নগ্ন হয়ে দাঁড়িয়েছিলেন ওই মহিলারা। তবে কারণ যাই হোক না কেন, ওই ঘটনার ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়তেই, তা নিয়ে শোরগোল শুরু হয়ে যায়।
দুবাইয়ের মতো একটি দেশে মহিলারা কীভাবে নগ্ন হয়ে প্রকাশ্যে আসতে পারেন,তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।