গঙ্গাসাগর: কয়েক ঘণ্টা পরেই পবিত্র মকর সংক্রান্তি উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) গঙ্গাসাগরে (Gangasagar) পুণ্য স্নান করবেন অসংখ্য মানুষ। ইতিমধ্যে প্রচুর মানুষ পৌঁছে গেছেন সেখানে। কিছু মানুষ রয়েছেন রাস্তায়। এর মাঝেই বৃহস্পতিবার রাতে ভাইরাল হল গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela) গঙ্গা আরতি (Ganga aarti) করার ভিডিয়ো। রাজ্য সরকারের তত্ত্বাবধানে বৃহস্পতিবার এই আরতির মধ্যে দিয়ে সূচনা হল কুম্ভ মেলার (Kumbh Mela) পর হওয়া সবথেকে বৃহৎ মেলা (second largest fair)। যার ভিডিয়ো দেখে মোহিত হয়ে গেছেন নেটিজেনরা। আরও পড়ুন: Swami Vivekananda Jayanti 2023: স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
#WATCH | West Bengal: Ganga aarti was performed at Gangasagar Mela at Gangasagar in South 24 Parganas. Gangasagar Mela is the second largest fair after Kumbh Mela. pic.twitter.com/8EpWPqa7Ao
— ANI (@ANI) January 12, 2023