দিল্লি, ১৫ নভেম্বর: শ্রদ্ধা ওয়ালকরকে (Shraddha Walka) নৃশংসভাবে খুনের অভিযোগে পুলিশি হেফাজতে আফতাব আমিন পুনাওয়ালা। দিল্লির বহুজাতিক সংস্থা থেকে চাকরি ছেড়ে শ্রদ্ধা মুম্বইতে পাড়ি দেন শুধুমাত্র আফতাবের সঙ্গে থাকার জন্য। লিভ ইন করার সময়ই শ্রদ্ধাকে খুন করে ফ্রিজের মধ্যে ভরে ফেলেন আফতাব। গত ১৮ মে শ্রদ্ধা খুনের পর গত শনিবার আফতাবকে গ্রেফতার করে পুলিশ। শ্রদ্ধা খুনের ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে গোটা দেশ কার্যত তোলপাড় হয়ে যায়। মেয়েকে খুনের অভিযোগে আফতাবকে মৃত্যুদণ্ড দেওয়া হোক বলে দাবি করেন শ্রদ্ধার বাবা বিকাশ ওয়ালকর।
আরও পড়ুন: Shraddha Walker Murder: তৃতীয় কোনও মহিলার জন্যই শ্রদ্ধাকে নৃশংস খুন আফতাবের? খতিয়ে দেখছে পুলিশ
এসবের মধ্যে এবার প্রকাশ্যে এক অদ্ভুদ ঘটনা। শ্রদ্ধা এক বন্ধু যখন নিজের বাড়িতে বসে সংবাদমাধ্যমের সামনে সাক্ষাৎকার দিতে শুরু করেন, সেই সময় আচমকা ঘরের সিলিং থেকে একটি আলো খুলে পড়ে। যা দেখে চমকে ওঠেন শ্রদ্ধা ওয়ালকরের বন্ধু। আচমকা কীভাবে ঘর থেকে আলো খুলে পড়ে, তা দেখে চমকে উঠতে শুরু করেন অনেকেই। দেখুন ভিডিয়ো...
#ShraddhaWalkar हिच्या मृत्यूबद्दल मित्र बोलत असताना कॅमेऱ्यात कैद झाला हा प्रसंग, पाहा व्हिडिओ#AftabPoonawala #ShraddhaWalkar #DelhiCrime #DelhiPolice #Delhi #MurderCase #zee24taas pic.twitter.com/MBqsMRohZU
— ZEE २४ तास (@zee24taasnews) November 15, 2022