নতুন দিল্লি, ১৫ অক্টোবর: ভরা মঞ্চে (Stage) উপস্থিত এক ঝাঁক প্রতিযোগী (Contestant)। প্রতিযোগিতা Miss Kohima 2019 -এর। ধাপে ধাপে এগিয়ে চলছে প্রতিযোগিতা। একে একে ঘোষণা হল প্রথম-দ্বিতীয়-তৃতীয় স্থানাধিকারীর নাম। হঠাৎ একটা প্রশ্নে থমকে গেল লাইম লাইট (Lime Light)। তৃতীয় স্থানাধিকারিনীকে প্রশ্ন করা হল, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার সুযোগ হলে তিনি তাঁকে কী প্রশ্ন করবেন?" প্রতিযোগিনী ভিকুওনুও সাচু (Vikuonuo Sachu) সেই প্রশ্নের উত্তরে যা বললেন তাতেই হাততালিতে ফেটে পড়ল গ্যালারি। বুদ্ধিমতাপূর্ণ উত্তরে হাসিতে ফেটে পড়লেন দর্শককূল (Audience)।
কী উত্তর এসেছিল ভিকুওনুও-এর তরফে? "যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ পাই তাহলে তাঁকে বলতে চাই 'গরুর বদলে মহিলাদের উপর বেশি নজর দিন প্রধান্মন্ত্রী।" গত ৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল প্রতিযোগিতা। ঠিক তার এক সপ্তাহ পর Miss Kohima 2019 প্রতিযোগিতায় তৃতীয় স্থানাধিকারিনী ভিকুওনুও -এর দেওয়া উত্তরের অংশটুকু এখন ভাইরাল হয়ে ঘুরছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। Miss Kohima 2019- এর খেতাব উঠেছে ২৩ বছর বয়সী খ্রিইয়েনু লিজিয়েতসুর (Khrienuo Liezietsu) মাথায়। মেদজিফেমার স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ছাত্রী খ্রিইয়েনু। কিন্তু ভিকুওনুও-এর সেদিনের উত্তর যেন ছাপিয়ে গিয়েছিল সেই জৌলুসও। ভিডিও দেখে এমনটাই মত বেশির ভাগ নেটিজেনদের। আরও পড়ুন: Nobel Prize 2019: অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘নোবেল পাচ্ছি, খবর পেয়েই ঘুমিয়ে পড়েছিলাম’
দেখুন সেই ভাইরাল ভিডিও -
Miss Kohima (Nagaland) 2019 beauty pageant contestant was asked:
‘If PM of our country Modi invites you to chat with him, what would you say?"
She replied: “If I were invited by the PM of India, I would tell him to focus more on women instead of cows.” pic.twitter.com/SOh3K3HgdA
— Uzair Hasan Rizvi (@RizviUzair) October 14, 2019
উল্লেখ্য, ভিকুওনুও সাচুর বয়স ১৮ বছর। কোহিমারই মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সে। আগাটোস সোসাইটি এই Miss Kohima 2019 বিউটি পেজেন্টের আয়োজন করে থাকে। যে প্রতিযোগিতার থিম ছিল " মেয়েদের শিক্ষিত করা, সমাজের ক্ষমতায়ন করা।"