হায়দরাবাদ, ১৪ জুলাই: হারিয়ে গিয়েছে প্রিয় বিড়াল। তেলেঙ্গানার হায়দরাবাদের এক মহিলা তা নিয়ে কেঁদে ভাসছেন। তাঁর হারিয়ে যাওয়া প্রিয় বিড়াল 'জিঞ্জার'-এর খোঁজ দিতে পারলে ৩০ হাজার টাকা নগদ অর্থের পুরস্কার ঘোষণা করেছেন সেই মহিলা। সোশ্যাল মিডিয়ায় 'সার্চ মাই জিঞ্জার'- হ্যাশটাগ এখন ভাইরাল। শুধু সোশ্য়াল মিডিয়াতে নয় দেওয়াল লিখন, পোস্টারও পড়েছে বিড়ালটির খোঁজে।
জিঞ্জার-এর মালকিন জানিয়েছেন, তাঁর প্রিয় এই পোষ্য বিড়ালটির বয়স ৮ মাস। পরিবার পরিকল্পনা অপারেশনের পর বিড়ালটিকে সামনের এক পশু হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছিল। কিন্তু সেই হাসপাতাল থেকেই নিখোঁজ হয়ে যায় সে।
Hyderabad Woman Announces Rs 30,000 Cash Reward for Information on Her Missing Cat 'Ginger'https://t.co/8bSEtS4xCh#Hyderabad #MissingCat #Ginger
— LatestLY (@latestly) July 14, 2021
ডাক্তররা জানান, সার্জারির পরই বিড়ালটি উধাও হয়ে যায়। এই নিয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানাতে গেলে পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করে।
Missing cat Se1 pic.twitter.com/aVhc34ykKK
— The brown/ginger one (@MycroftSE1) July 12, 2021
গত ২৪ জুন জিঞ্জারর নামের সেই পোষ্য বিড়ালটি হারিয়ে গিয়েছিল। কিন্তু পুলিশের কাছে বিড়াল হারানোর এফআইআর করার চেষ্টা করেও ফল না হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় সেরিনা নাত্তো নামের সেই মহিলা মোটা অর্থের পুরস্কার ঘোষণা করেছে তাঁর প্রিয় পোষ্য জিঞ্জারকে খুঁজে দেওয়ার জন্য।