ভাইরাল হয় ওই ভিডিয়ো

দিল্লি, ২৮ এপ্রিল: করোনার (Corona) দ্বিতীয় ঢেউয়ে কার্যত 'সুনামি' শুরু হয়েছে গোটা দেশ জুড়ে। মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ সহ প্রায় গোটা দেশ জুড়ে ধ্বংসলীলা শুরু করেছে করোনা। কোভিড (COVID 19) আবহে যেমন অক্সিজেনের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে মানুষ, তেমনি ওষুধের আকালও চোখে পড়ছে দেশ জুড়ে। এসবের মধ্যে একটি ভিডিয়ো ভাইরাল (Viral) হল সোশ্যাল মিডিয়া জুড়ে। যা দেখে চোখে জল ধরে রাখতে পারেননি নেটিজেনরা।

ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, নয়ডার (Noida) একটি হাসপাতালের (Hospital) চিফ মেডিকেল অফিসারের পা ধরছেন রোগীর (COVID Patient) আত্মীয়রা। রেমডিসিভিরের জন্য কাতর আর্জি জানিয়ে চিফ মেডিকেল অফিসারের পায়ে ধরতে দেখা যাচ্ছে রোগীর অসহায় আত্মীয়দের।

আরও পড়ুন: Kareena Kapoor Khan: সতর্ক থাকুন, কোভিডের নিয়ম ভাঙবেন না, কড়া বার্তা করিনার

দেখুন...

 

চিকিৎসকরাই তাঁদের শেষ ভরসা। তাই রেমডিসিভির (Remdesivir) দিয়ে যাতে তাঁদের কাছের মানুষের প্রাণ বাঁচানো হয়, সেই আবেদন করতে দেখা যায় রোগীর আত্মীয়দের। নেটিজেনরা ওই ভিডিয়ো দেখে নিজেদের চোখে জল ধরে রাখতে পারেননি।