ভাইরাল ভিডিয়ো (ছবিঃX)

নয়াদিল্লিঃ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন (Train) না ছাড়ায় যখন বিরক্ত যাত্রীরা, তখন জানা গেল বিলম্বের আসল কারণ লোকো পাইলটের সিট দখল করে বসে রয়েছেন এক মদ্যপ ব্যক্তি মদের নেশায় চুর তিনি তাঁর আবদার নিজে ট্রেন চালাবেন সোমবার এমনই এক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মুহূর্তের ভিডিয়ো

ট্রেনে উঠে এ কী কাণ্ড! ভাইরাল মদ্যপ যুবকের কীর্তি

জানা গিয়েছে, গত সোমবার গোয়ালিয়র স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার জন্য প্রস্তুত ছিল মোরেনার সুমাবলি-সবলগড়গামী ট্রেন প্ল্যাটফর্মে যখন দাঁড়িয়ে ট্রেন তখন কাউকে কিছু না জানিয়ে কেবিনে উঠে পড়েন ওই ব্যক্তি সোজা গিয়ে বসেন লোকো পাইলটের সিটে বোর্ডের নানা সুইচ টিপতে শুরু করেন তাঁর কাণ্ড দেখে হতবাক লোকো পাইলট ওই ব্যক্তিকে বারবার নেমে যাওয়ার অনুরোধ করা হলেও ট্রেন চালকের কথায় কর্ণপাত করেন না তিনি অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে ছড়ায় আতঙ্ক কামরা থেকে নেমে কেউ কেউ ওই মুহূর্তের ভিডিয়ো করতে থাকেন এরপর জিআরপি আরপিএফের সহায়তায় শেষমেশ কোনওরকমে টেনেহিঁচড়ে ট্রেন থেকে নামানো হয় ওই ব্যক্তিকে তাঁকে গ্রেফতারও করা হয় পরে অন্যদিকে গন্তব্যের দিকে রওনা দেয় ট্রেনটি

 'আমি ট্রেন চালাব' আকণ্ঠ মদ্যপান করে 'আবদার' ব্যক্তির, ভাইরাল ভিডিয়ো