Dog Bites The Boy (Photo Credit: Video Screen Grab)

দিল্লি এনসিআর (Delhi) চত্বরে কুকুরের (Dog) যখনতখন কামড়ের ঘটনা ক্রমাগত বাড়তে শুরু করেছে। এবার দিল্লি এনসিআরে নয়, কেরলে এমন একটি ঘটনা ঘটল, যা দেখে ভয় পেয়ে গিয়েছেন বহু মানুষ। কেরলের (Kerala) কোঝিকোড়ে রবিবার এক কিশোর গ্রামের রাস্তার উপরই সাইকেল চালানো শুরু করে। আচমকাই ওই কিশোরের দিকে দৌঁড়ে যায় পথ-কুকুর। শুধু তাই নয়, সাইকেলে চড়া অবস্থাতেই লাফ দিয়ে কুকুরটি ওই কিশোরকে কামড়াতে শুরু করে। সাইকেল ফেলে দিয়ে ওই কিশোর যখন ছুটে পালানোর চেষ্টা করে, তখনও কুকুরটি তার পিছন ছাড়েনি। ক্রমাগত আছড়ে কামড়ে যায় তাকে। সিসিটিভি ক্যামেরা থেকে ওই ফুটেজটি প্রকাশ্যে আনা হয়। ফুটেজ দেখে ভয় পেয়ে যান স্থানীয়রা।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যে কিশোরের উপর কুকুরটি লাফিয়ে পড়ে, সে সপ্তম শ্রেণির ছাত্র। রবিবার বিকেলে রাস্তায় সাইকেল চালানো শুরু করলে, কুকুরের আক্রমণের মুখে পড়ে সে।

এরপর কোনওক্রমে ওই কিশোর একটি বাড়ির মধ্যে ঢুকে  পড়লে, কুকুরটি সেখান থেকে পালিয়ে যায়।