কলকাতা: বর্তমান সময়ে তরুণ-তরুণীদের মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও ও রিল বানানোর একটা ট্রেনড তৈরি হয়েছে। ভিন্ন ধরনের ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার প্রবণতা দ্রুত বাড়ছে। এমনই একটি ভিডিও ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক তরুণী তার পোষা কুকুরকে জোর করে বিয়ার পান করতে বাধ্য করছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কুকুরের সঙ্গে এই আচরণ করাই অনেক নেটিজেন সমালোচনা শুরু করেন। ভিডিও পুলিশের নজরে আসতেই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, ওই তরুণী দেরাদুনের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করতে তরুণী তার পোষা কুকুরকে জোর করে বিয়ার পান করায়। এরপর ওই তরুণীর বিরুদ্ধে দালানওয়ালা থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
দেখুন টুইট
A video showing a girl forcing a pet dog to allegedly guzzle beer has sparked outrage among animal lovers. In the 15-second-long video of the incident, the three-month-old pitbull can be seen uncomfortable and resisting the girl's attempt to put a beer bottle directly into it’s… pic.twitter.com/rM40mOVUWZ
— जनरल नरभक्षी 🏹 (@GDnarbhakshi) September 7, 2023
দেরাদুনের (Dehradun) এসএসপি দিলীপ সিং কুনওয়ার বলেছেন, ভিডিওটি দেখার পরই আমি এসএইচও দালানওয়ালাকে অবিলম্বে মামলা নথিভুক্ত করার নির্দেশ দিয়েছি। অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এই ধরনের ভিডিও তৈরি করা এবং তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সমাজের জন্য ভুল বার্তা। তিনি জনগণকে এ ধরনের ভিডিও না তৈরি করার এবং কোনোও পশুর সঙ্গে নিষ্ঠুর আচরণ না করার আবেদন করেন। এসএসপি আরও বলেন, ভবিষ্যতে এরকম আরও ভিডিও দেখা গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।