নয়াদিল্লিঃ কথাতেই আছে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস যখন মানুষকে বেঁধে ফেলে তখন আর কোনও দিকে কান দেয় না মানুষ। সম্প্রতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এরকমই একটি ঘটনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল(Viral Video) হয়েছে একটি ভিডিয়ো। যাতে দেখা যাচ্ছে, মন্দিরের দেওয়াল বেয়ে পড়া এসির জলকেই চরণামৃত ভেবে ভক্তিভরে খাচ্ছেন ভক্তরা। কেউ আবার তা সংগ্রহ করছেন। রীতিমতো এই চরণামৃত পান করার জন্য ধাক্কাধাক্কি লাগিয়েছেন ভক্তরা। জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে বৃন্দাবনের বিখ্যাত বাঁকেবিহারী মন্দিরে। যিনি এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন ভিডিয়োতে তাঁকে বারবার বলতে শোনা গিয়েছে, ওটা এসির জল। কিন্তু তাঁর কথায় কেউ কর্ণপাত করেননি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ইতিমধ্যেই ৪০ লক্ষ ভিউ পেয়েছে সেটি। এই ভাইরাল ভিডিয়া ঘিরে জোর চর্চা চলছে বিভিন্ন মহলে। ২০২৪ সালে দাঁড়িয়ে কীভাবে মানুষকে গ্রাস করছে অন্ধবিশ্বাস যা স্বাস্থ্যকেও বিপদের মুখে ঠেলে দিতে দ্বিতীয়বার ভাবছে না, এই নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই।
এসির জলকে চরণামৃত ভেবে ভক্তভরে পান করছেন ভক্তরা, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল
Video: Devotees At Banke Bihari Temple Drink AC Water Believing It To Be 'Charan Amrit' https://t.co/YDR2EH6FL2#BakheBihari pic.twitter.com/g7LVWyS31q
— NDTV (@ndtv) November 4, 2024