Nadia: মাছের বদলে জেলেদের জালে আস্ত কুমির!
জেলেদের জালে ধরা পড়ল কুমির (Photo: Facebook)

চাকদা, ১৭ মে: নদিয়ার (Nadia) চাকদার রানিনগরে (Raninagar) গঙ্গায় জেলেদের জালে ধরা পড়ল কুমির (Crocodile)। ঠিকই শুনছেন, মাছের বদলে ধরা পড়েছে কুমির। কুমির ধরা পড়ার খবর চাউর হতেই গঙ্গার ঘাটে জড়ো হন স্থানীয়রা। শেষ পর্যন্ত পুলিশ ও বন বিভাগের কর্তারা গিয়ে পরিস্থিতি সামলান।

জানা গেছে, স্থানীয় জেলেরা গঙ্গায় জাল ফেলেছিলেন মাছ ধরবেন বলে। জালে জোরে টান লাগায় তাঁরা ভেবেছিলেন হয়তো বড় মাছ ঢুকেছে জালে। কিন্তু জাল টেনে তুলতেই চক্ষু চড়কগাছ। মাছ তো নেই, এ তো মস্ত ঘড়িয়াল। জালে কুমির ধরা পড়ার খবর ছড়াতেই ভিড় জমে স্থানীয়দের। লকডাউনের তোয়াক্কা না করেই ভিড় ক্রমেই বাড়তে থাকে। আরও পড়ুন: Giant 280 Kg Stingray Caught: জালে ধরা পড়ল ২৮০ কেজির বিরল স্টিং ফিশ, ভাইরাল ছবি

খবর যায় পুলিশের কাছে। এরপর রানাঘাট বন বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে হাজির হয় পুলিশ। এরপর কুমিরটিকে তুলে দেওয়া হয় বন বিভাগের হাতে।