Crane Falls Off Bridge (Photo: Youtube Screengrab)

জলে পড়ে যাওয়া ট্রাককে টেনে তুলতে গিয়ে নিজেই পড়ে গেল ক্রেন (Crane)। ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) তালচর শহরে (Talcher Town) এবং এর ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল (Viral) হচ্ছে। রবিবার একটি ট্রাক সেতু থেকে নিচের ক্যানালে পড়ে যায়। ট্রাকটিকে জল থেকে তোলার জন্য দুটি ক্রেন ডাকা হয়। সেতু থেকে কেবিলের সাহায্যে ট্রাকটিতে জল থেকে তুলছিল ক্রেন দুটি। হঠাৎ একটি ক্রেনের কেবিল ছিঁড়ে যায়। এরপর টাল সামলাতে না পেরে ক্রেনটিই ধীরে ধীরে সেতু থেকে জলে পড়ে যায়।

ভয়ঙ্কর ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ক্রমেই ভাইরাল হচ্ছে। ক্লিপটিতে ক্রেনটির চমকপ্রদ মুহূর্ত দেখানো হয়েছে, কারণ পড়ে যাওয়ার সময় ক্রেনের চালক তখনও কেবিনের ভিতরে ছিলেন। যদিও জলে পড়ার পর চালক নিরাপদেই ক্রেনের কেবিন থেকে বেরিয়ে আসেন ও সাঁতরে পাড়ে ওঠেন। আরও পড়ুন: Lucky Man Escapes Dangerous Accident: রাস্তা পেরিয়ে দোকানে ঢুকতেই ভেঙে পড়ল চাতাল , বেঁচে গেলেন এই ব্যক্তি (দেখুন ভিডিও)

ছোট ক্লিপটি নেটিজেনদের হতবাক করে দিয়েছে। একজন নেটিজেন লিখেছেন, "এটা দেখে ভাল লাগলো যে ক্রেন অপারেটর বের হয়ে তীরে সাঁতার কাটতে পেরেছেন"