গুরুগ্রাম: হিন্দু বিবাহ রীতি (Hindu wedding rituals) মেনে নিজেদের পোষ্য সারমেয়ের (pet dog) সঙ্গে প্রতিবেশীর কুকুরের বিয়ে (wedding ceremony) দিলেন হরিয়ানার এক দম্পতি (couple)। ভারতীয় রীতিনীতি (rituals of Indian weddings) মেনে বিয়ের সমস্ত কাজ করার পাশাপাশি সাতপাকে ঘোরানোও (pheras) হয় কুকুর দুটিকে। সোমবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) গুরুগ্রামের (Gurugram) পালাম বিহার (Palam Vihar) এলাকার জিলে সিং কলোনিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ নভেম্বর সোমবার সুইটি (Sweety) ও শেরু (Sheru) নামের ওই দুটি কুকুরের বিয়ে হয় জিলে সিং কলোনিতে (Jile Singh Colony) অবস্থিত ওই দম্পতির বাড়িতে। বিয়ের আগে নিয়ম মেনে দুই সারমেয়ের গায়ে-হলুদও হয়। বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন ১০০ জন বরযাত্রীও। তাঁদের উপস্থিতিতে বেশ ধুমধামে বিয়ে হয় সুইটি ও শেরুর। বিয়ের পর সবাই পাত পেড়ে খাবারও খান। বিষয়টি প্রতিবেশীদের কাছে অদ্ভুত মনে হলেও সবাই বেশ মজার ছলেই আনন্দ উপভোগ করেন।
এপ্রসঙ্গে সুইটির মালকিন সবিতাদেবী বলেন, "আমি একজন পশুপ্রেমী। আমরা দুজনেই পোষ্যদের খেয়াল রাখি। আমার কোনও সন্তান নেই, তাই সুইটিই হল আমাদের সন্তান। আমার স্বামী প্রতিদিন স্থানীয় একটি মন্দিরে গিয়ে পশুদের খাবার খাওয়ান। তিন বছর আগে একদিন একটি রাস্তার কুকুর তাঁর পিছু পিছু আমাদের বাড়ি চলে আসে। আমরা তার নাম রাখি সুইটি। আমাদের প্রতিবেশীরা মাঝে মাঝে বলতেন যে সুইটির বিয়ে দেওয়া উচিত। চারদিন আগে আমরা সুইটির বিয়ে উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিই। সেই অনুযায়ীই সবকিছু করা হয়েছে। অনেকে আমাদের ভয় দেখিয়েছিল যে এই ধরনের কাজ করলে পুলিশ আমাদের ধরে জেলে ভরে দেবে। কিন্তু, আমরা ভয় পাইনি।"
ছেলে কুকুরটির মালকিন মানিতা জানান, বিষয়টি নিয়ে ইয়ার্কির মাধ্যমে আলোচনা শুরু হলেও পরে সিরিয়াস হয়ে বিয়ের সমস্ত কাজ সম্পন্ন করা হয়েছে।
#WATCH via ANI Multimedia | ‘Sheru weds Sweety; Neighbourhood comes alive amid ‘furry’ wedding festivities in Gurugram, Haryana.https://t.co/60mW9P4V5d
— ANI (@ANI) November 14, 2022