Photo Credits: Twitter

বিজয়পুর: রবিবার আচমকা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শেওপুর (Sheopur) জেলার বিজয়পুরের (Vijaypur) ঝাড় বারোদা গ্রামে (Jhar Baroda village) ঢুকে পড়ে নামিবিয়া (Namibia) থেকে নিয়ে আসা একটি চিতা (Cheetah)। ওবান (Oban) নামের ওই চিতাটিকে ঝাড় বারোদা গ্রামের একটি চাষের ক্ষেতের পাশে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে ছবি ও ভিডিয়ো তুলে রাখার পাশাপাশি বন দফতরকে খবর দেয়ে। ঘটনাস্থলে গিয়ে চিতাটির উপর নজর রাখছেন বন দফতরের নজরদারি দলের (Monitoring team) সদস্যরা।

এপ্রসঙ্গে স্থানীয় ডিএফও জানান, কুনো জাতীয় উদ্যান (Kuno National Park) থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত বিজয়পুরের ঝাড় বারোদা গ্রামে ঢুকে পড়েছে নামিবিয়া থেকে আসা ওবান নামের একটি চিতা। নজরদারি দলের সদস্যরা গ্রামে পৌঁছে পরিস্থিতির উপর নজর রাখছে। চিতাটিকে ফিরিয়ে আনার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে।

এদিকে এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরে অনেকেই দেখে ফেলেছেন। চিতাটি গ্রামবাসীদের উপর আক্রমণ করলে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। আরও পড়ুন: Major Tsewang Murop: কার্গিল যুদ্ধের বীরযোদ্ধা মেজর সেওয়াং মুরোপর সড়ক দুর্ঘটনায় মৃত্যু