ড্যানিয়েল শ্রাবণের ফেসবুক পোস্ট (Photo Credits: Twitter)

নতুন দিল্লি, ৪ ডিসেম্বর: হায়দরাবাদে (Hyderabad) পশু চিকিৎসককে (veterinary doctor) গণধর্ষণ (Gang Rape) করে পুড়িয়ে মারার ঘটনার প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। সকলেই অভিযুক্তদের কঠিন শাস্তির পক্ষে সরব। সংসদের এনিয়ে জোর তরজা চলেছে। কেউ কেউ তো এদের প্রকাশ্যে শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। সাংসদ জয়া বচ্চন ধর্ষকদের পিটিয়ে মারার দাবি জানিয়েছেন। প্রতিবাদে সরব হয়েছেন বলিউডের অনেক অভিনেতা থেকে বিশিষ্ট ব্যক্তিরা। তবে এই ঘটনা নিয়ে নিজের মত প্রকাশ করতে গিয়ে বিতর্ক তৈরি করলেন পরিচালক ড্যানিয়েল শ্রাবণ (filmmaker Daniel Shravan)। ফেসবুক পোস্টে তিনি লেখেন, "মহিলাদের সঙ্গে কন্ডোম রেখে ধর্ষককে সাহায্য করা উচিত।" পরে অবশ্য তীব্র সমালোচনার মুখে পড়ে পোস্টটি ডিলিট করে দেন শ্রাবণ।

দক্ষিণী পরিচালক ফেসবুক পোস্টে লেখেন, "ধর্ষণ কোনও গুরুতর বিষয় নয়, তবে হত্যা গুরুতর।" মহিলাদের বিরুদ্ধে অপরাধের জন্য সমাজ এবং নারীবাদি সংগঠগুলির উপরে দোষ চাপিয়ে তিনি লেখেন, হত্যার চেয়ে ধর্ষণ ভালো। তিনি বলেন, "হত্যা একটি অপরাধ তবে ধর্ষণ একটি সংশোধনমূলক শাস্তি।" তিনি আরও পরামর্শ দেন যে ধর্ষণের পর হত্যা নিয়ন্ত্রণে সরকারের উচিত "হিংসা ছাড়াই ধর্ষণ" বৈধ করা। তিনি লেখেন, "নির্ভয়া আইন দিয়ে কোনও ন্যায়বিচার পাওয়া যাচ্ছে না। ধর্ষণের এজেন্ডা সেই সময় ও মেজাজের ভিত্তিতে ধর্ষকদের যৌন চাহিদা পূরণ করছে।" আরও পড়ুন: Nithyananda: ইকুয়েডরে মস্ত দ্বীপ কিনে দেশ গড়েছেন ধর্ষণে অভিযুক্ত গডম্যান নিত্যানন্দ, নাম দিয়েছেন 'কৈলাস'

পরে অবশ্য তীব্র সমালোচনার মুখে পড়ে পোস্টটি ডিলিট করে দেন শ্রাবণ। পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে একটি নতুন পোস্ট করেন তিনি। শ্রাবণের দৃষ্টিভঙ্গিকে কেবল সাধারণ পুরুষ ও মহিলারাই নিন্দা করেননি। খ্যাতনামা ব্যক্তিরাও এই চলচ্চিত্র নির্মাতাকে তীব্র আক্রমণ করেন। সেক্রেড গেমস অভিনেত্রী কুব্রা সাইত লিখেছেন, "এই ড্যানিয়েল শ্রাবণ যেই হন, তাঁর চিকিৎসার প্রয়োজন। তাঁর মন পরিষ্কার করতে সাহায্যের প্রয়োজন।"