ব্রাজাভিল, ৭ সেপ্টেম্বর: উদ্বোধনের সময়ই ভেঙে পড়ল নতুন তৈরি হওয়া সেতু (Bridge Collapses)। ঘটনাটি ঘটেছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে (Democratic Republic Of Congo)। সেতু ভেঙে পড়ার ভিডিও (Viral Video) সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। ভিডিও দেখে হাসি মশকরাতে মেতেছে নেটিজেনরা। বর্ষাকালে স্থানীয়দের নদী পার হতে সাহায্য করার জন্য ছোট সেতুটি তৈরি করা হয়েছিল। সেতুটি তৈরি হওয়ার আগে যে অস্থায়ী কাঠামো ছিল, তা প্রায়শই ভেঙে পড়ত।
ভাইরাল হওয়া ভিডিওগুলির একটিতে দেখা যাচ্ছে যে সরকারি কর্তারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে সেতুর উপর দাঁড়িয়ে আছেন। সেতুর এক প্রান্তে লাল ফিতে কেটে সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হতো। এক মহিলা ফিতে কাটতে কাঁচি বের করার সঙ্গে সঙ্গেই সেতুটি ভেঙে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে যে ওই মহিলাকে উদ্ধারে এগিয়ে আসছেন নিরাপত্তা রক্ষীরা। মহিলাকে টেনে হিঁচড়ে সেতু থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আরও পড়ুন: Giant Python Slithers Over BJP MLA’s House Door: বিজেপি নেতার দরজায় বিশালাকৃতি পাইথন, দেখুন হাড়হিম করা ভিডিও
দেখুন ভিডিও:
Bridge Collapses During Commissioning In Congo DRC#gistlovers #PS1Trailer #LUNC #BORNPINK #ChampionsLeague #PonniyinSelvantrailer #shutdown #podcastandchillwithmacg #firstdayofschool |Adamu Adamu| pic.twitter.com/MR8077N8Dg
— Frank Media (@FrankMediaTeam) September 6, 2022
সরকারি প্রতিনিধি দলের বাকি সদস্যরা ঝুলে থাকলেও ভাগ্যক্রমে মাটিতে পড়ে যাননি। সেখানে উপস্থিত অন্যরা তাঁদের সরিয়ে নেন।