Photo Credits: Wikimedia Commons, PTI

পাটনা: ফের একবার রাম (Ram) ও রাবণ (Ravana) নিয়ে মন্তব্য করে বিতর্ক (Controversy) উসকে দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতেন রাম মাঝি (Bihar Former CM Jitan Ram Manjhi )। কিছুদিন ধরেই বিহার সরকারের প্রধান শরিক রাষ্ট্রীয় জনতা দলের (RJD) অনেক নেতা রামচরিতমানস (Ramcharitmanas) ও রামায়ণ (Ramayana) নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে উত্তেজনা তৈরি করেছেন। তা ফের বাড়িয়ে দিলেন জিতেন রাম মাঝি।

শুক্রবার বিহার বিধানসভা (Bihar Vidhan Sabha) চত্বরে দাঁড়িয়ে এই বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, "এই ধরনের মানুষরা কেন রাম ও রাবণকে নিয়ে কথা বলেন তা বুঝি না। কারণ আমরা এদের কল্পনা (Imagination) বলেই মনে করি। শুধুমাত্র কল্পনার বিষয়ে আলোচনা ঠিক নয়। আমাদের গরীব মানুষদের (poor) নিয়ে কথা বলা উচিত। কীভাবে দারিদ্র্য (poverty) দূর করা যেতে পারে তা নিয়ে আলোচনা দরকার। যদি সত্যিই গল্প বলতে হয় তাহলে রাবণ রামের থেকে অনেক বেশি পরিশ্রমী (Hardworking) ছিলেন। কিন্তু, এগুলো সবটাই কল্পনা। আমাদের এসবে বিশ্বাস করা উচিত নয়।"

রাম ও রাবণ নিয়ে এই মন্তব্য করার পাশাপাশি শুক্রবার কিংবদন্তীতে পরিণত হওয়া দুই কবি (legendary poets) বাল্মিকী (Valmiki ) ও তুলসীদাস গোস্বামীকে (Tulasidas Goswami) নিয়েও প্রশ্ন তোলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই দুই কালজয়ী কবি রামায়ণ ও রামচরিতমানসে ওই কিছু ভুল জিনিস লিখেছেন সেগুলো বাদ দেওয়ার পক্ষেও সওয়াল করেন তিনি। আরও পড়ুন: Karnataka: কর্ণাটকে কংগ্রেসে টিকিটের চূড়ান্ত দৌড়ে মোট ১৩০০ পদপ্রার্থী! প্রতি আসনে আবেদন গড়ে ৬জনের