নয়াদিল্লি: সম্প্রতি রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের নামে বিতর্কিত মন্তব্য করে সমস্যায় পড়েছেন ইসকনের এক সাধু অমোঘ লীলা দাস। তাঁর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ায় পরিস্থিতি সামাল দিতে অমোঘ লীলা দাসকে একমাসের জন্য নির্বাসনে পাঠিয়েছে ইসকন কর্তৃপক্ষ। এবার মহিলাদের (Women) নামে অপমানজনক মন্তব্য (Controversial Comments) করে নতুন বিতর্ক (Controversy) তৈরি করলেন বাগেশ্বর ধাম সরকার ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী (Baba Bageshwar Dhirendra Krishna Shastri)।
শনিবার তাঁর একটি ভিডিয়ো পোস্ট করেছে সমর রাজ নামে এক টুইটারাট্টি। ভিডিয়োটিতে ধীরেন্দ্র শাস্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, মহিলাদের মাথায় সিঁদুর (vermilion) ও গলায় মঙ্গলসূত্র (mangalsutra) না থাকলে মনে হয় প্লট (plot) খালি (empty)। আর যদি দুটোই দেখা যায় তাহলে বোঝা যায় রেজিস্ট্রি (registry) হয়ে গেছে।
ভিডিয়োটি পোস্ট করে ওই টুইটারাট্টি কটাক্ষ করে লিখেছেন, বাবা বাবাই হয়। কাউকে বলা হয় পোষ্য আর কাউকে বলা হয় ফালতু কুকুরের বাচ্ছা। আরও পড়ুন: Uniform Civil Code: অভিন্ন দেওয়ানি বিধিকে সাম্প্রদায়িক মেরুকরণের জন্য বিজেপির অস্ত্র বললেন ইয়েচুরি
औरत की मांग में सिंदूर और गले में मंगलसूत्र न हो तो मानो 'प्लॉट' खाली है।
अगर दोनों चीज दिख रही हों तो मान लो 'रजिस्ट्री' हो गई है।
बाबा बाबा हैं; किसी को 'पालतू' तो किसी को 'फालतू' कुत्ता-कुतिया बता रहे हैं। pic.twitter.com/3DCmOdp8Kp
— Samar Raj (@SamarRaj_) July 15, 2023