Bengaluru Video (Photo Credit: X/Screengrab)

বেঙ্গালুরু, ৩ নভেম্বর: এবার এক ভয়ঙ্কর (Animal Cruelty Video) ভিডিয়ো সামনে এল বেঙ্গালুরু (Bengaluru) থেকে। বেঙ্গালুরুর একটি লিফটের ভিতরে কুকুর ছানাকে আছাড় মারলেন এক মহিলা। সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য বন্দি হতেই তা নিয়ে হুলুস্থূল পড়ে যায়।  যে ফুটেজে দেখা যায়, বেঙ্গালুরুর এক আবাসনে পরিচারিকার কাজ করা মহিলা লিফটে ওঠেন একটি কুকুর ছানা নিয়ে। এরপর ওই কুকুর ছানাকে আছাড় মারতে দেখা যায় তাঁকে।

পুষ্পলতা নামে ওই মহিলা কেন কুকুর (Puppy) ছানাটিকে ওইভাবে আছাড় দিয়ে মারলেন, তা নিয়ে ধ্বন্দ ছড়িয়েছে। তবে বেঙ্গালুরুর ওই আবাসনের ফুটেজ প্রকাশ্যে আসতেই পুলিশ পুষ্পলতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয় পুষ্পলতার বিরুদ্ধে।

তবে অভিযোগ দায়েরের পর থেকে আর কোনও খোঁজ মিলছে না পুষ্পলতার। পুলিশ তাঁর খোঁজ শুরু করেছে।

দেখুন কুকুর ছানার সঙ্গে কী করলেন পুষ্পলতা নামে ওই মহিলা...

 

প্রসঙ্গত বেঙ্গালুরুর ওই আবাসনের লিফটের দরজার বাইরে যখন পুষ্পলতা বের হন, সেই সময় দেখা যায়, কুকুর ছানাটির মৃত্যু হয়েছে। ফলে এক হাতে মৃত কুকুর ছানাটিকে ধরে লিফটের দরজা দিয়ে বাইরে বেরিয়ে যেতে দেখা যায় পুষ্পলতাকে।