হায়দরাবাদ, ২৭ জুন: আর্থমুভার (Earthmover) দিয়ে করোনাভাইরাসে (Andhra Pradesh) মৃত্যু হওয়া ব্যক্তির দেহ নিয়ে যাওয়া হচ্ছে। আর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম (Srikakulam) পৌরনিগম এলাকায় হয়েছে। ৭০ বছর বয়সী ওই ব্যক্তির মৃতদেহ আর্থমুভারে করে বাাড়ি থেকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছিল। এই ঘটনায় সরকারের সমালোচনা করেছেন বিরোধী রাজনৈতিক দলের নেতরা। ঘটনাটি প্রকাশের পরে দুই আধিকারিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার পালাসা শহরের বাসিন্দা এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। ওই ব্যক্তি স্থানীয় পৌরনিগমের অবসরপ্রাপ্ত কর্মচারী। বাড়ি বাড়ি সার্ভে চলার সময় তিনি করোনাভাইরাসে আক্রান্ত বল জানা যায়। বাড়িতেই তাঁর মৃত্যু হয়। একটি ভিডিয়োতে দেখা গেছে, ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (PPE) পরিহিত আধিকারিকরা মৃতদেহ একটি জেসিবি মেশিনের সাহায্যে তাঁর বাড়ি থেকে শ্মশানে নিয়ে যাচ্ছে। মেশিনের সামনের অংশে দেহটি দেখা যাচ্ছে। বাড়িতেই ওই ব্যক্তির মৃত্যু হওয়ার কারণে প্রতিবেশীরা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তখন ওই ব্যক্তির নাতনি পৌরনিগম কর্তৃপক্ষে ডাকে ও দেহ নিয়ে যাওয়ার জন্য বলে। আরও পড়ুন: 5 Year Old Effortlessly Operates JCB: ক্লাস ওয়ানে পড়া বাচ্চা চালাচ্ছে JCB, ভিডিয়ো শেয়ার করে বাহবা বীরেন্দ্র সেওয়াগের
#WATCH Andhra Pradesh: Body of a 70-year-old person who died of #COVID19 being disposed of using a proclainer by Palasa municipal authorities in Srikakulam yesterday.
Palasa Municipal Commissioner & Sanitary Inspector have been suspended, says Srikakulam District Collector. pic.twitter.com/NCcMrxtRmL
— ANI (@ANI) June 27, 2020
এই ঘটনা সম্পর্কে জানতে পেরে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির অফিস অমানবিক কাজ বলে অভিহিত করেছে। তারা জানিয়েছে, মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করা হয়নি। মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি এই ঘটনার নিন্দা করে বলেছেন, "দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটি অমানবিক এবং এই কাজ কীভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কে প্রোটোকল আছে।"