'Exit the Dragon' topical by Amul (Photo Credits: Twitter and Pixabay)

নতুন দিল্লি, ৬ জুন: লাদাখে চিনের আগ্রাসন বিরোধী বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে সোশাল মিডিয়ায় টুইটারের (Twitter) কোপে পড়তে হল দুধ প্রস্তুতকারী সংস্থা আমুলকে (Amul)৷ সংস্থার টুইটার হ্যান্ডল নিষ্ক্রিয় করে দেয় টুইটার ৷ পরে অবশ্য খুলেও দেওয়া হয়। বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হতেই শনিবার টুইটার একটি বিবৃতি জারি করে জানিয়েছে, আমুলের অ্যাকাউন্ট বিষয়বস্তুর ( Content) কারণে নয়, সুরক্ষার (Security Reasons) কারণেই নিষ্ক্রিয় করা হয়েছিল। এই ঘটনায় নিন্দার ঝড় বয়ে গিয়েছে টুইটারে।

চিনা দ্রব্য বয়কটের আরজি জানিয়ে জুনের ৩ জুন টুইটারে নিজের পেজে ‘Exit The Dragon’ শীর্ষক একটি বিজ্ঞাপন দিয়েছে সংস্থাটি। ওই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে নিজের দেশকে বাঁচাতে একটি ড্রাগনের সঙ্গে লড়াই করছে ‘আমুল গার্ল’l ওই ড্রাগণটির গায়ে টিকটকের লোগোটিও রয়েছে। ছবিটির ডান দিকে বড় করে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা রয়েছে। সাময়িকভাবে আমুলের অফিসিয়াল হ্যান্ডেলটি নিষ্ক্রিয় করে দেয় টুইটার। পুরো বিতর্কে লেটেস্টলিকে টুইটার জানিয়েছে, "অ্যাকাউন্টের সুরক্ষা ও নিরাপত্তা আমাদের জন্য একটি প্রধান অগ্রাধিকার। কোনও অ্যাকাউন্টের সাথে কোনও আপস করা হয়নি তা নিশ্চিত করার জন্য আমাদের কখনও কখনও অ্যাকাউন্টের মালিকের প্রয়োজন হয়। একটি সহজ রিক্যাপচা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।" আরও পড়ুন: CRPF Personnel Take Pledge To Boycott Chinese Products: চিনা পণ্য বয়কটের শপথ CRPF ইউনিটের, ভাইরাল ভিডিয়ো

টুইটার জানিয়েছে "রিক্যাপচা চ্যালেঞ্জগুলি অ্যাকাউন্ট মালিকদের সমাধান করা সহজ, তবে স্প্যাম বা ভুয়ো অ্যাকাউন্ট মালিকদের পক্ষে সম্পূর্ণ করা কঠিন। অ্যাকাউন্ট এই সুরক্ষা পদক্ষেপ ক্লিয়ার করার পরে সম্পূর্ণ অ্যাক্সেস ফিরে পায়। অ্যাকাউন্টগুলিকে সুরক্ষিত রাখার জন্য আমাদের নিয়মিতভাবে তাদের লগইন যাচাই করতে হয়।" আমুলের ম্যানেজিং ডিরেক্টর আর এস সোধি জানান, তিনিও টুইটারের কাছে জানতে চান অ্যাকাউন্ট কী কারণে বন্ধ রাখা হয়।