রাঁচি: ঝাড়খণ্ডের (Jharkhand) প্রত্যন্ত এলাকায় (Remote area) বেশিরভাগ সময়ই পাওয়া যায় না অ্যাম্বুল্যান্স (Ambulance)। তাই রোগীদের (patient) পরিজনরা (relatives) কখনও কাঁধে করে তো কখনও বাঁশের খাটিয়াতে (Cot) করে তাঁদের হাসপাতালে (Hospital) চিকিৎসার জন্য নিয়ে যান। এই ধরনের ঘটনার কথা আগেও শোনা গেছে। কিছু ভিডিয়োও (video) ভাইরাল (viral) হয়েছে সোশ্যাল মিডিয়াতে (social media)। ফের একবার এই ধরনের মর্মান্তিক ঘটনার ভিডিয়োর ভাইরাল হল নেটদুনিয়ায়। আরও পড়ুন: Mouni Roy: কাতারে গ্যালারি থেকে মেসিদের ম্যাচের ভাইরাল ভিডিয়ো তুললেন অভিনেত্রী মৌনি রায়
যে ভিডিয়োতে দেখে যাচ্ছে, একটি বাঁশের খাটিয়াতে করে একজন রোগীকে শুইয়ে নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। জানা গেছে, পাঁচ কিলোমিটারের বেশি রাস্তা এভাবে অতিক্রম করে রোগীকে হাসপাতালে নিয়ে যান তাঁরা।
देखिए झारखंड के स्वास्थ्य व्यवस्था की बदहाली, 5 किलोमीटर कंधे पर खाट ढोकर अस्पताल पहुंचा मरीज#ViralVideo pic.twitter.com/1ERY5ymKgT
— Priya singh (@priyarajputlive) December 10, 2022