চকলেট, বিশ্বের যে কোন প্রান্তের মানুষের কাছে এক লোভনীয় খাবার। সেই মনোমুগ্ধকর লোভনীয় সুস্বাদু চকলেট কে মাথায় রেখে ২০০৯ সালের ৭ই জুলাই থেকে প্রতি বছর পালন করা হয় বিশ্ব চকলেট দিবস বা আন্তর্জাতিক চকলেট দিবস।মনে করা হয় ১৫৫০ সালে ইউরোপে চকলেট প্রবর্তনের সূচনা হিসাবে সেই দিনটিকে বিশ্ব চকলেট দিবস হিসাবে পালন করা হয়। তবে আমেরিকাতে ৭ই জুলাই বাদ দিয়েও আর তিনটি দিনকে ইউএস ন্যাশনাল কনফেকশনার্স অ্যাসোসিয়েশন চকলেট দিবস হিসাবে তালিকাভুক্ত করে। ১৩ই সেপ্টেম্বর, ২৮ শে অক্টোবর এবং ২৮শে ডিসেম্বর।তবে ১৩ সেপ্টেম্বর দিনটির সাথে কাকতালীয়ভাবে চকলেট উৎপাদক মিল্টন এস. হার্শের (জন্ম: ১৩ সেপ্টেম্বর ১৮৫৭) জন্মদিনের সাথে মিলে যায়। তাই হয়ত এই দিনটি উদযাপন করা হয় তাঁকে স্মরণ করে।
তবে চকলেট দিবস কবে সে নিয়ে ধোয়াশা থাকলেও চকলেট প্রিয় বিশ্ববাসী খাওয়ার সময় কোন দ্বিধা মনে রাখেনা। ডার্ক চকোলেট , মিল্ক চকোলেট, হোয়াইট চকোলেট, বেকিং চকোলেট আরো কত রকমের চকলেট আমাদের মন তো ভালো করে দেয়। এবার আপনিও আপনার বন্ধুকে একটা চকলেট দিয়ে উদযাপন করুন চকলেট দিবস। সাথে লেটেস্টলির তরফ থেকে রইল বিশ্ব চকলেট দিবসের শুভেচ্ছা বার্তা। শেয়ার করুন বন্ধুদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম মেসেজে।