কলকাতা : কলোকেশিয়া শুধু স্বাদেই ভালো নয় স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। তবে আপনি কি জানেন কলোকেশিয়া ছাড়াও কলোকেসিয়া পাতাও (Colocasia Leaves) স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এই পাতা খেলে শরীরে কী কী উপকার হয় দেখে নেওয়া যাক।
কোলোকেসিয়া পাতার উপকারিতা
এই পাতা রক্তচাপ নিয়ন্ত্রণে আপনার জন্য খুবই উপকারী। কোলোকেসিয়া পাতার ভিতরে হাইপারটেনসিভ বৈশিষ্ট্য পাওয়া যায়, যা রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি রক্তচাপ রোগীদের জন্য খুবই উপকারী।
আপনি যদি হজম সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন, তাহলে কলোকেসিয়া পাতা খেতে পারেন।এই পাতা খেলে কোষ্ঠকাঠিন্য, বদহজম ইত্যাদি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
আপনি যদি ওজন কমাতে চান, তাহলে আপনি আপনার ডায়েটে কলোকেসিয়া পাতা রাখতে পারেন। কলোকেসিয়া পাতা খেলে শরীরে শক্তি থাকে এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে।
আপনি যদি সুস্থ চোখ পেতে চান, তাহলে আপনি আপনার ডায়েটে কলোকেসিয়া পাতা রাখতে পারেন। আরবি পাতার অভ্যন্তরে বিটা-ক্যারোটিন পাওয়া যায়, যা চোখের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।
হাড় মজবুত করতে এই পাতা আপনার জন্য খুবই উপকারী।এই পাতায় ভিটামিন এ পাওয়া যায়, যা কেবল জয়েন্টের জন্যই নয়, হাড় মজবুত করতে সাহায্য করে।