ভারতীয় সশস্ত্র বাহিনী ১৯৯৯ সালের জুলাইয়ে কার্গিলে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাজিত করে। তারপর থেকে এই দিনটি প্রতি বছর ২৬ জুলাই 'কারগিল বিজয় দিবস' (কারগিল বিজয় দিবস ২০২৩) হিসাবে পালিত হচ্ছে। এই দিনে সারা দেশের মানুষ ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে লড়াই করা সৈন্যদের শ্রদ্ধা জানায়।এই বছর সংগ্রামের ২৪তম বার্ষিকী। জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় ১৯৯৯ সালের মে থেকে জুলাইয়ের মধ্যে সংঘটিত যুদ্ধটি দুই মাসেরও বেশি সময় ধরে চলেছিল। এই সময়ে, আমাদের সৈন্যরা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যুদ্ধ করেছিল।

১৯৯৯ সালের ৮ মে শুরু হওয়া এই যুদ্ধটি  ২৬ জুলাই ১৯৯৯ পর্যন্ত চলে। ভারতীয় সেনাবাহিনীর বিজয়ের পর প্রতি বছর শহিদ হওয়া সেনা জওয়ানদের উদ্দেশ্যে কার্গিল 'বিজয় দিবস' হিসাবে পালিত হয়। আজকের এই বিশেষ দিনে রইল শুভেচ্ছা বার্তা।

Kargil Vijay Divas 2023 Wishes In Bengali( Photo Credit: File Photo)
Kargil Vijay Divas 2023 Wishes In Bengali( Photo Credit: File Photo)
Kargil Vijay Divas 2023 Wishes In Bengali( Photo Credit: File Photo)
Kargil Vijay Divas 2023 Wishes In Bengali( Photo Credit: File Photo)