'বর্ষ হয়ে আসে শেষ, দিন হয়ে এল সমাপন,
চৈত্র অবসান--
গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের
সর্বশেষ গান"
আজ চৈত্র মাসের সংক্রান্তি। রাত পেরোলেই ১লা বৈশাখ। বাঙালিদের প্রিয় নববর্ষ(Subho Nababarsho 1431)।নববর্ষ মানেই একরাশ আনন্দ আর ভালোবাসার উদযাপন। প্রিয় মানুষদের সঙ্গে সারাটা দিন আমাদের অনেকটা সময় কাটে। তাদের শুভকামনা জানিয়েই শুরু হয় নতুন বছরের পথ চলা। তবে কাল সকালের আগেই প্রিয় মানুষকে কেমন করে শুভেচ্ছাবার্তা (Subho Nababarsho Wishes)পাঠানো যায় তা নিয়ে ভাবছেন? মুশকিল আসান করতে রইল লেটেস্টলি বাংলার(LatestLy Bangla) শুভেচ্ছাবার্তা।