Skin Care Tips: মুখে এভাবে শসা ব্যবহার করলে সবাই জানতে চাইবে আপনার সৌন্দর্যের রহস্য

প্রতিনিয়ত নিজের সৌন্দর্য বাড়িয়ে তুলতে প্রতিটি নারীই পছন্দ করে। এর জন্য তারা হয়তো অনেক পদ্ধতি ব্যবহার করে থাকেন। কিন্তু সবার জেনে রাখা দরকার যে বাজারের বিউটি প্রোডাক্টে উপকারিতার সঙ্গে অপকারিতাও রয়েছে। আপনি কি কখনও ভেবে দেখেছেন যে আগেকার সময়ে যখন ত্বকের যত্ন নেওয়ার জন্য বাজারে এত পণ্য ছিল না তখন মহিলারা কী ব্যবহার করতেন? উত্তর হল ঘরে থাকা প্রাকৃতিক জিনিস। এর মধ্যে একটি হল শসা। আসুন জেনে নেওয়া যাক শসা ব্যবহার করে কিভাবে নিজের ত্বক স্বাস্থ্যকর এবং সুন্দর করা সম্ভব।

  • প্রথমে শসা ভালো করে ধুয়ে মিক্সার বা ব্লেন্ডারের সাহায্যে বেটে নিতে হবে।
  • এরপর শসা বাটা থেকে জল ছেঁকে আলাদা করে নিতে হবে।
  • আপনার যদি শুষ্ক ত্বক হয় তবে এই শসা বাটার সঙ্গে দুধ যুক্ত করুন অথবা যদি আপনার তৈলাক্ত ত্বক হয় তবে শসার বাটার সঙ্গে গোলাপ জল যুক্ত করে এবং সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে নিন।
  •  এরপর এই মিশ্রণটি মুখে এবং ঘাড়ে লাগিয়ে নিতে হবে।
  •  শুকিয়ে যাওয়া শুরু হলে, আলাদা করে রাখা শসার জল একটি স্প্রে বোতলে ছেঁকে নিয়ে মুখে মাঝে মাঝে স্প্রে করতে হবে।
  • এরপর মুখটা ১৫ মিনিটের মতো ম্যাসাজ করে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে।
  •  এরপর মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে ময়েশ্চারাইজার।

ভালো উপকার পেতে শুধুমাত্র রাতে শসা ব্যবহার করুন। প্রতি সপ্তাহে দুবার করে ব্যবহার করলে মুখে আশ্চর্যজনক উজ্জ্বলতা দেখতে পাওয়া যাবে।