শব-ই-কদর (Shab-e-Qadr ) বা লাইলাতুল কদরকে ( Laylatul Qadr) পবিত্র রমজান ( Ramadan) মাসের পবিত্র রাত বলে মনে করা হয়। আরবি ভাষায় ‘লাইলাতুল’ অর্থ হলো রাত্রি বা রজনী এবং ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা, মহাসম্মান। এ ছাড়া এর অন্য অর্থ হল, ভাগ্য, পরিমাণ ও তাকদির নির্ধারণ করা। ইসলাম ধর্ম অনুসারে, এই রাতে মহানবী মুহাম্মদের অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এই রাত অত্যন্ত পুণ্যময় ও মহাসম্মানিত।

মহান সেই দিনের পূর্বে লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) নিয়ে এসেছে অসাধারণ কিছু শুভেচ্ছাবার্তা। পরিবার, পরিজন, আত্মীয়স্বজন ও বন্ধুদের পাঠিয়ে দিন এই শুভেচ্ছাবার্তাগুলি।